এক্সপ্লোর
KIFF 2023:সলমন-অনিলদের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী, কী হল KIFF উদ্বোধনী মঞ্চে?
CM Mamata Banerjee: উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সলমন খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল মহেশ ভট্ট, অনিল কপূরদের। বসে রইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
KIFF উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের সঙ্গে মুখ্যমন্ত্রী
1/9

জমাটি মেজাজে শুরু হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে সলমন খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল মহেশ ভট্ট, অনিল কপূরদের। বসে রইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
2/9

বিনোদন জগতের তারকারা যখন সুর-তালে ছন্দ মিলিয়ে নাচ করছেন, তখন তাঁদের পাশে দেখা গেল তৃণমূলনেত্রীকেও।পা মেলান তিনি। মুহূর্তের মধ্যে দর্শকাসন থেকে উঠে দাঁড়ান সকলে।
3/9

নেতাজি ইনডোরে যেন ভরপুর উদযাপনের মেজাজ।প্রকাশ্য়ে নাচের ছন্দে পা মেলাতে আগেও দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। তবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে এমন ছবি এই প্রথম।
4/9

মঞ্চে বসে রয়েছেন অনিল কপূর, মহেশ ভট্ট, সলমন খান, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা। মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সৌরভ গঙ্গোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে KIFF-র উদ্বোধনী মঞ্চে যেন চাঁদের হাট। হঠাৎ চোখের ইশারায় সোনাক্ষীর দিকে কী যেন ইঙ্গিত করলেন 'ভাইজান'। চোখে দুষ্টুমির হাসি। এগিয়ে এলেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া।
5/9

উঠে পড়লেন সোনাক্ষী-শত্রুঘ্ন। সরে দাঁড়ালেন সৌরভ। এমনকি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছেন বলিউডের প্রবীণ পরিচালক মহেশ ভট্টও। দর্শকাসনেও চাঞ্চল্য। মোবাইলের ক্যামেরা 'অন' করেছেন অনেকে।
6/9

। আচমকাই 'দিদি'-র দিকে এগিয়ে গেলেন 'ভাইজান'। হাত বাড়িয়ে দেন মহেশ ভট্ট। অতঃপর 'ভট্টসাব' এবং 'সলমনের' হাত ধরে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েন তৃণমূলনেত্রী। পাশে চলে আসেন অনিল কপূর।
7/9

বিনোদন জগতের তারকারা যখন সুর-তালে ছন্দ মিলিয়ে নাচ করছেন, তখন তাঁদের পাশে দেখা গেল তৃণমূলনেত্রীকেও। পা মেলান তিনি।
8/9

মুহূর্তের মধ্যে দর্শকাসন থেকে উঠে দাঁড়ান সকলে। 'ভাইজান' আর 'সোনাক্ষী সিনহা' পাশাপাশি দাঁড়িয়ে 'দাবাং' -র 'সিগনেচার' স্টেপ করছেন। নেতাজি ইনডোরের তখন ভরপুর উদযাপনের মেজাজ।
9/9

image 11
Published at : 05 Dec 2023 07:27 PM (IST)
View More
Advertisement
Advertisement






















