এক্সপ্লোর
Celebrities in Bollywood: এই অভিনেতারা অল্প বয়সেই মারা গেছেন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/03/df257ec7c40c16a233bc801b84734463_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই অভিনেতারা অল্প বয়সেই মারা গেছেন
1/5
![২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিংহ রাজপুতকে। মৃত্যুর পর তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা মুক্তি পায়। এই ছবি ঘিরে সুশান্তের অনুরাগীরা ভীষণই আবেগপ্রবণ ছিলেন। সুশান্তের মৃত্যু দর্শকদের কাছে বেদনাদায়ক ছিল। অভিনেতার মৃত্যুর ফলে বলিউডে স্বজনপোষণের বিষয়টি ফের মাথা চাড়া দিয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সুশান্ত সিংহ রাজপুতকে। মৃত্যুর পর তাঁর শেষ অভিনীত ছবি দিল বেচারা মুক্তি পায়। এই ছবি ঘিরে সুশান্তের অনুরাগীরা ভীষণই আবেগপ্রবণ ছিলেন। সুশান্তের মৃত্যু দর্শকদের কাছে বেদনাদায়ক ছিল। অভিনেতার মৃত্যুর ফলে বলিউডে স্বজনপোষণের বিষয়টি ফের মাথা চাড়া দিয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
2/5
![২০১৩ সালের ৩ জুন ঘর থেকে উদ্ধার হয় ২৫ বছরের জিয়া খানের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে তিনি সুরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্ক ও তা থেকে প্রাপ্ত অসম্মানের কথা বলেছিলেন। ওই মাসের ১০ তারিখ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সুরজকে। পরের মাসে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
২০১৩ সালের ৩ জুন ঘর থেকে উদ্ধার হয় ২৫ বছরের জিয়া খানের ঝুলন্ত দেহ। সুইসাইড নোটে তিনি সুরজ পাঞ্চোলির সঙ্গে সম্পর্ক ও তা থেকে প্রাপ্ত অসম্মানের কথা বলেছিলেন। ওই মাসের ১০ তারিখ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সুরজকে। পরের মাসে তিনি হাইকোর্ট থেকে জামিন পান। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
3/5
![অভিনেতা ইন্দ্রকুমার মাসুম, ওয়ান্টেড, তুমকো না ভুল পায়েঙ্গে সহ বহু ছবিতে অভিনয় করেছেন। ২০১৭ সালে মুম্বইয়ে নিজের বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অভিনেতা ইন্দ্রকুমার মাসুম, ওয়ান্টেড, তুমকো না ভুল পায়েঙ্গে সহ বহু ছবিতে অভিনয় করেছেন। ২০১৭ সালে মুম্বইয়ে নিজের বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
4/5
![অভিনেত্রী সিল্কস্মিতা ৩৬ বছর বয়সে নিজের বাড়ির কাছে আত্মহত্যা করেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করে পরে বলিউডে ছবি তৈরি হয়। নাম ডার্টি পিকচার। সেখানে প্রধান ভূমিকায় ছিলেন বিদ্যা বালন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
অভিনেত্রী সিল্কস্মিতা ৩৬ বছর বয়সে নিজের বাড়ির কাছে আত্মহত্যা করেন। তাঁর জীবনের ওপর ভিত্তি করে পরে বলিউডে ছবি তৈরি হয়। নাম ডার্টি পিকচার। সেখানে প্রধান ভূমিকায় ছিলেন বিদ্যা বালন। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
5/5
![পেয়াসা, চৌধবী কা চাঁদ, সাহেব বিবি গোলাম - জাতীয় ক্লাসিক ছবির জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা তথা প্রযোজক গুরুদত্ত। ১৯৬৪ সালে মাদক ও মদপানের ওভারডোজে তাঁর মৃত্যু হয়। বয়স ছিল মাত্র ৩৯। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
পেয়াসা, চৌধবী কা চাঁদ, সাহেব বিবি গোলাম - জাতীয় ক্লাসিক ছবির জন্য বিখ্যাত ছিলেন অভিনেতা তথা প্রযোজক গুরুদত্ত। ১৯৬৪ সালে মাদক ও মদপানের ওভারডোজে তাঁর মৃত্যু হয়। বয়স ছিল মাত্র ৩৯। ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম
Published at : 03 Jun 2021 04:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)