এক্সপ্লোর
South Celebrities Wedding: ৫ লাখের লেহঙ্গা, ১০০ কোটি বাজেট, তাক লাগাবে এইসব দক্ষিণী তারকাদের বিয়ে
৫ লাখের লেহঙ্গা, ১০০ কোটি বাজেট, তাক লাগাবে এইসব দক্ষিণী তারকাদের বিয়ে
1/6

সবসময়ই লাইমলাইটে থেকে এসেছে বলিউডের তারকাদের বিয়ে। দীপিক পাডুকোনে, প্রিয়ঙ্কা চোপড়া থেকে শুরু করে অনুষ্কা শর্মা। তাঁদের বিগ ফ্যাট ওয়েডিং -এর জৌলুস ছিল চোখ ধাঁধানো। তবে তাঁদের কড়া টক্কর দেবে এইসব দক্ষিণী তারকাদের বিয়ে। কাজল থেকে শুরু করে রাণা ডগ্গুবতী, ধনুষ, মহা সমারোহে বিয়ে করেছিলেন তাঁরা। কেমন ছিল তাঁদের বিয়ে? আসুন দেখে নেওয়া যাক।
2/6

সম্প্রতি বিয়ে করেন কাজল আগরওয়াল। শোনা যায় তাঁর লেহঙ্গার দাম ছিল ৫ লাখেরও বেশি। বিয়ের প্রত্যেকদিন ফটোগ্রাফারদের ১.৫ লাখ টাকা করে পারিশ্রমিক দিতে হয়েছিল তাঁকে।
Published at : 17 Apr 2021 08:42 PM (IST)
আরও দেখুন






















