এক্সপ্লোর
Cricketers Marriage ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন এই তারকা ক্রিকেটাররা
Cricketers Marriage ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন এই তারকা ক্রিকেটাররা
1/6

কথায় বলে, ভালবাসা কখনও জাতি, ধর্ম, উঁচ-নিচ মানে না। অনেকসময় এমন সম্পর্ক আমরা দেখি, যেখানে যাবতীয় প্রতিবন্ধকতা ভেঙে প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভারতীয় ক্রিকেটে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে তারকা ক্রিকেটাররা জাতি-ধর্মের বাধা টপকে বিয়ে করেছেন। আবার অনেক ফিল্মস্টারও তেমনভাবেই ভিনধর্মে বিয়ে করেছেন। আজ এখানে তেমনই কিছু তারকা দম্পতির কথা তুলে ধরা হল, যাঁরা জাতি-ধর্মের বেড়া ভেঙে পছন্দের মানুষকে বেছে নিয়েছেন।
2/6

সাবা করিম-রশ্মি রায় - প্রাক্তন ক্রিকেটার সাবা করিম ১৯৮৯ সালে বিয়ে করেন রশ্মিকে। রশ্মি হিন্দু ছিলেন। সাবা মুসলিম। কিন্তু, দুজনই ধর্মের বাধা টপকে একে অপরকে আপন করে নেন।
Published at : 05 May 2021 06:01 PM (IST)
আরও দেখুন






















