এক্সপ্লোর
Patuli Inter Relief Centre: অমিল অক্সিজেন? হাত বাড়াচ্ছেন পরমব্রত, অনুপম, ঋদ্ধিরা
অমিল অক্সিজেন? হাত বাড়াচ্ছেন পরমব্রত, অনুপম, ঋদ্ধিরা
1/7

করোনাকালে দুর্গতদের পাশে দাঁড়ানোয় শিরোনামে উঠে এসেছেন সোনু সুদ। আমাদের রাজ্যেও তারকাদের একাংশও এই ধরনের মানবিক উদ্যোগ নিয়েছেন। সেফ হোমের ধাঁচে পাটুলিতে তৈরি হয়েছে ‘ইন্টেরিম রিলিফ সেন্টার’।
2/7

করোনা কাড়ছে প্রাণ! তবুও শিখিয়েছে, পরস্পরের পাশে থাকতে।যেখানে, সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই মিলে মিশে এক হয়ে গেছেন! এবার সঙ্কটমোচনে এগিয়ে এসেছেন কলকাতার বিশিষ্টরাও। নিজেদের উদ্যোগে গড়িয়ার কাছে একটি ইন্টেরিম রিলিফ সেন্টার চালু করেছেন তাঁরা। দশ শয্যার ইন্টেরিম রিলিফ সেন্টারে আসতেও শুরু করেছেন করোনা আক্রান্ত রোগীরা।
Published at : 10 May 2021 09:09 PM (IST)
আরও দেখুন






















