এক্সপ্লোর
Puneet Rajkumar Last Rites Pics: শেষযাত্রায় কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার
পুনিত রাজকুমার
1/18

শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমার
2/18

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর।
3/18

জানা যায়, সকালে হঠাৎ বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনই হাসপাতালে পাঠানো হয় অভিনেতাকে। শুরু করা হয়েছিল চিকিৎসাও। তবে সবরকমের চেষ্টা করার পরেও শেষরক্ষা হয়নি।
4/18

সূত্রের খবর, বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। এরপর সকাল ১১.৩০ নাগাদ তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়।
5/18

বেলার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় তারকার হঠাৎ মৃত্যুর খবরে শোকস্তদ্ধ অনুরাগীরাও।
6/18

মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন পুনিত।
7/18

সোশ্যাল মিডিয়ায় একটি ছবির জন্য শুভেচ্ছা জানান তিনি। সেই ছবিতে কাজ করেছেন তাঁর দাদা শিবারাজকুমার।
8/18

ভাইয়ের দুঃসংবাদ শুনে হাসপাতালে যান শিবারাজকুমার। হাসপাতাল চত্বরে কড়া সুরক্ষা বলয় মোতায়েন করা হয়। হাসপাতালে যান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বোম্মাইও।
9/18

বিক্রম হাসপাতাল কর্তৃপক্ষ এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই সরকারিভাবে কন্নড় ছবির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবর জানান।
10/18

প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কুমারাস্বামী, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া-সহ রাজনৈতিক এবং ভারতীয় চলচ্চিত্র জগতের তারকারা পুনিত রাজকুমারের মৃত্যুতে শোকপ্রকাশ করেন।
11/18

সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ, আর মাধবন, চিরঞ্জিবী, প্রকাশ রাজ-সহ বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী প্রয়াত কন্নড় তারকা পুনিত রাজকুমারকে শ্রদ্ধা জানিয়েছেন।
12/18

প্রিয় অভিনেতার শেষযাত্রায় ভেঙে পড়ছেন অনুরাগীরা।
13/18

কন্নড় ছবির সুপারস্টারের অকাল প্রয়াণে হতবাক চলচ্চিত্র জগৎ।
14/18

বাবার মতো পুনিত রাজকুমারও মরনোত্তর চক্ষুদান করে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে।
15/18

বেঙ্গালুরুতে বাবা রাজকুমারের যেখানে শেষকৃত্য হয়েছিল, তার পাশেই রাখা হবে পুনিতের নশ্বর দেহ। সিনিয়ার আইএএস অফিসার এন মনজুনাথ প্রসাদ এই কথা জানিয়েছেন।
16/18

কেবল বাবা নয়, পুনিতের মা প্রভাথাম্মার শেষকৃত্যও হয়েছিল বেঙ্গালুরুর ওই স্থানেই। পরিবারের ইচ্ছা অনুয়ায়ী, বাবা-মায়ের শেষকৃত্য হওয়ার স্থানেই শেষকৃত্য হবে পুনিতের।
17/18

কন্নড় ছবির সুপারস্টারের এভাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগীরা।
18/18

শেষবার প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখতে শেষকৃত্যে নামল অনুরাগীর ঢল।
Published at : 31 Oct 2021 07:39 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























