ভুল ভুলাইয়া টু-তে মুখ্য চরিত্রে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এই ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মধ্য়ে বাড়ছিল আকর্ষণ। একইসঙ্গে ছবিতে অভিনয় করবেন কিয়ারা আডবাণী এবং টাব্বুকে।
2/5
গত বছর ৩১ জুলাই এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার জেরে তা স্থগিত হয়ে যায়। শেষমেশ অপেক্ষার অবসান। চলতি বছর ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে ভুল ভুলাইয়া টু। কার্তিক আরিয়ানের সঙ্গে ছবি শেয়ার করে ছবির মুক্তি পাওয়ার দিনক্ষণ জানিয়েছেন কিয়ারা আডবাণী।
3/5
এই ছবিতে অভিরাজ বসুর চরিত্রে অভিনয় করবেন কার্তিক। রাজপাল যাদবের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, আমাদের সময়ও চলে এসেছে। ১৯ নভেম্বর মুক্তি পাবে ছবি।
4/5
ভূষণ কুমার প্রযোজিত এই ছবির পরিচালক আনিস বাজমি।
5/5
অক্ষয় কুমার এবং বিদ্যা বালান অভিনীত ভুল ভুলাইয়ার দ্বিতীয় ভাগ এই ছবি। ওই ছবিতে ছিলেন পরেশ রাওয়াল, শাইনি আহুজা, আমিশা প্যাটেল।