এক্সপ্লোর
Kori Khela Update: তন্বী-সৌভিককে এক করবে পারমিতা, কিন্তু চৈতালী কি এই বিয়ে মেনে নেবে?
'কড়ি খেলা' ধারাবাহিকে কী হতে চলেছে এরপর?
1/10

জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'কড়ি খেলা' (Kori Khela)। স্বামীকে হারিয়ে সন্তানকে একা মানুষ করার লড়াই করতে থাকা পারমিতার গল্প। কিন্তু জীবন তো এক জায়গায় থেমে থাকে না। ফের তাঁর বিয়ে হয়। এক নতুন সংসারে নতুন করে শুরু। আর সেখানে নতুন লড়াইয়ের সম্মুখীন হওয়া।
2/10

আপাতত পারমিতা ব্যস্ত তন্বী ও সৌভিকের চার হাত এক করতে। পারমিতার প্রথম পক্ষের ননদ তন্বী। সে তন্বীর কাছে দেওর সৌভিককে নিয়ে আসতে সক্ষম হয়েছে।
Published at : 17 Jan 2022 09:01 AM (IST)
আরও দেখুন






















