এক্সপ্লোর
New Bengali Movie: ভুল বোঝাবুঝি থেকে স্বামীর হাতে নির্যাতিতা মৌবনি সরকার, আসছে নতুন ছবি

স্বামীর হাতে নির্যাতিতা পলা
1/6

পাঁচটি গল্প নিয়ে তৈরি এক অ্যান্থোলজির অন্যতম 'চটি'। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌবনি সরকারকে। পরিচালনায় অনির্বাণ চক্রবর্তী।
2/6

গল্পের বেশ জনপ্রিয় 'ফুড ব্লগার' পলা। তাঁর চ্যানেলে পলার একনিষ্ঠ ভক্ত তাঁরই পাড়ার এক মুচি রতন। তার কাছে পলা প্রায়ই যায় একটা চটি সারাই করাতে।
3/6

কিন্তু একই চটি বারবার সারানোর নামে পলার রতনের দোকানে যাওয়ার ব্যাপারটায় রতন ও তার বন্ধু ভেবে নেয় পলা হয়তো রতনের প্রেমে পড়েছে। নাহলে কেউ এত পুরোনো চটি বার বার সারাতে আসবে কেন! মনে মনে পলাকে পছন্দ করে রতনও।
4/6

কিন্তু গল্পটা আসলে খানিক অন্য। পলার এক বন্ধু তার বিয়েতে আসতে না পারায় পরে একদিন পলার বাড়িতে যায়। পলা বন্ধুকে দেখে খুব খুশি হয়। সে তাঁর বন্ধুর জন্য অনেক কিছু রান্না করে।
5/6

এমন সময় পলার স্বামী বাড়ি ফিরে আসে। পলাকে অন্য একটি ছেলের সঙ্গে ফাঁকা বাড়িতে দেখে ভুল বোঝে এবং তখনই বন্ধুটিকে অপমান করে তাড়িয়ে দেয়। রাগের চোটে সেই বন্ধুকে চটিটা রেখে খালি পায়ে যেতে বলে পলার বর। এটাই সেই চটি যা দিয়ে পলাকে তার স্বামী দীর্ঘ ছ’বছর ধরে রোজ রাতে মারধর করে এবং ছিঁড়ে গেলে চটিটা সারিয়ে আনতে হয় পলাকেই।
6/6

এইভাবে বিনা দোষে শাস্তি পেতে পেতে পলা আজ বড়ই ক্লান্ত। ছেঁড়া চটি, পলার সংসার, স্বামী, রতন – সব কিছু যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে পলার কাছে। এই সম্পর্কের টানাপোড়েন নিয়েই তৈরি হচ্ছে 'চটি'।
Published at : 21 Feb 2022 12:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
খুঁটিনাটি
জেলার
Advertisement
ট্রেন্ডিং
