এক্সপ্লোর
Mouni Roy Wedding: সব্যসাচী মুখোপাধ্যায়ের লাল লেহঙ্গায় সেজে বাঙালি রীতিতে বিয়ে মৌনীর
মৌনী রায়ের বিয়ে
1/9

সকালে দক্ষিণী মতে বিয়ে আর রাতে বাঙালি। রাতে ফের বাঙালি মতে সূরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মৌনী রায়। পান পাতায় মুখ ঢেকে সাত পাক ঘুরলেন অভিনেত্রী। হল মালাবদল, সিঁদুরদান।
2/9

প্রকাশ্যে এসেছে বিয়ের সাজে নায়িকার ছবি। বাঙালি রীতি মেনে বিয়েতে লাল লেহঙ্গায় সেজেছিলেন মৌনী। মাথার ওড়নায় লেখা ছিল বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন-এর ছোঁয়া। দীপিকার মতো তাঁর ওড়নার পাড়েও লেখা ছিল 'সদা সৌভাগ্যবতী ভব:'
Published at : 28 Jan 2022 07:15 AM (IST)
আরও দেখুন






















