এক্সপ্লোর
Kailash Kher Birthday: জন্মদিনে এক ঝলকে কৈলাস খেরের কিছু মন ছোঁয়া গান
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

বলিউডে 'সুফি' (Sufi) ঘরানারে নতুন রূপে ফিরিয়ে যদি কেউ এনে থাকে, তাহলে নিঃসন্দেহে সেটা কৈলাস খের (Kailash Kher)। আজ সেই জনপ্রিয় গায়কের জন্মদিন।
2/10

তাঁর কণ্ঠ বুঁদ করার ক্ষমতা রাখে আট থেকে আশিকে। তাঁর কণ্ঠ শান্ত করার ক্ষমতা রাখে হাজারো উথালপাথাল মনকে। এযাবৎ এই গায়ক ২০টি ভিন্ন ভাষায় অন্তত ৫০০ গানে গলা দিয়েছেন। তাঁর গান হিট তো হয়েইছে এমনকী বছরের পর বছর ধরে মানুষ মনে রেখেছেন। ২০১৭ সালে ভারতের চতুর্থ নাগরিক সম্মান 'পদ্মশ্রী' (Padma Shri) পান তিনি।
Published at : 07 Jul 2022 02:46 PM (IST)
আরও দেখুন






















