এক্সপ্লোর
Rubina Dilaik Pics:ট্রোল হওয়ার পর আজ ক্যামেরার সামনে হাসিমুখে রুবিনা

Rubina Dilaik
1/6

আজ মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে দেখা গেল অভিনেত্রী রুবিনা দিলায়েক। বরাবরই মতো বেশ হাসিখুশি মেজাজে দেখা গেল তাঁকে। তবে এর আগের মতো সংবাদমাধ্যমে এড়িয়ে চলে গেলেন না তিনি।
2/6

এবার আর রুবিনা আলোকচিত্রীদের নিরাশ করলেন না। তিনি ক্যামেরার সামনে পোজ দিলেন।
3/6

রুবিনার পরনে ছিল পোলকা ডট স্টাইল নটেড শার্ট ও ইয়োলো স্কার্ট। কালো ও হলুদের এই কম্বিনেশন রুবিনাকে বেশ ভালো মানিয়েছিল।
4/6

এর আগে যখন রুবিনাকে বিমানবন্দরে দেখা গিয়েছিল, তখন তিনি আলোকচিত্রীদের সঙ্গে কোনও কথা বলেননি, পোজও দেননি। এজন্য সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রোল হয়েছিলেন তিনি।যদিও এ ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছিলেন রুবিনা। ছবির জন্য পোজ না দেওয়ার কারণও জানিয়েছিলেন। এদিন কিন্তু আজ আলোকচিত্রীদের হতাশ করেননি তিনি।
5/6

আজই রুবিনার নতুন গান মরজানিয়াঁ রিলিজ করেছে। সেখানে তাঁকে তাঁর স্বামী অভিনব শুক্লার সঙ্গে দেখা গিয়েছে।
6/6

নেহা কক্কড়ের কন্ঠে এই গান রিলিজ হয়েছে এই গান। আর তা অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। রিলিজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ৬ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।
Published at : 19 Mar 2021 10:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
