এক্সপ্লোর
Celebrities Death Experience: শাহরুখ-সলমন থেকে হেমা-শাবানা, যে সকল বলিউড তারকা ফিরে এসেছেন মৃত্যুর মুখ থেকে
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/11

পর্দায় একাধিক ভয়ঙ্কর স্টান্ট করতে দেখা যায় বলিউড তারকাদের। তবে সেই শ্যুটিংয়ের পিছনে যে কত কাঠখড় পোড়াতে হয় তা দর্শকেরা টেরই পান না। এবং অবশ্যই পর্দার নায়ক-নায়িকারা তো আদতে মানুষ। ব্যক্তিগত জীবনে এঁদের কেউ কেউ গুরুতর অসুস্থ হন তো কেউ সাংঘাতিক বিপদের মুখে পড়েন। এমন বেশ কিছু তারকার নাম দেওয়া হল যাঁরা প্রায় মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন।
2/11

সেফ আলি খান: 'কেয়া কেহনা'র সেটে মাথায় চোট পান সেফ আলি খান। রিপোর্ট অনুযায়ী, এর জন্য তাঁকে ১০০ টি সেলাই করতে হয়েছিল।
Published at : 28 Dec 2021 11:11 AM (IST)
আরও দেখুন






















