এক্সপ্লোর
Sandipta Sen: 'অনেক বই পড়ছি, মা সারদার চরিত্রটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং'
সন্দীপ্তা সেন
1/10

জনপ্রিয় বাংলা ধারাবাহিক করুণাময়ী রাণী রাসমণি-তে ইতিমধ্যেই শেষ হয়েছে দিতিপ্রিয়া রায়ের অভিনয়। ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করছিলেন তিনি। রানি রাসমণির মৃত্যুর মধ্যে দিয়েই শেষ হয়েছে ছোটপর্দায় রানির গল্প। দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারাবাহিকের আক্ষরিক অর্থেই আকর্ষণের কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়া।
2/10

রানির ভূমিকা শেষ হতেই মনখারাপ সমস্ত দর্শকের। জনপ্রিয় ধারাবাহিকের অনুরাগীরা মনমরা। তবে বন্ধ হচ্ছে না ধারাবাহিক। এরপর দেখানো হবে রানির রাসমণি উত্তর পর্ব। নির্মাতাদের আশা, এখনও একইরকম জনপ্রিয়তা পাবে এই ধারাবাহিক।
Published at : 08 Jul 2021 07:02 PM (IST)
আরও দেখুন






















