এক্সপ্লোর
Sara Ali Khan: বরফের দেশে সারা আলি খান, সঙ্গী ভাই ইব্রাহিম

সারা আলি খান ও ইব্রাহিম আলি খান
1/10

কাশ্মীরে ভাই ইব্রাহিম আলি খান ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নানা ছবি।
2/10

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বরফের দেশে ছুটি কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন সারা আলি খান। বরফের মধ্যে সারাকে দেখে এই শীতে আরও একটু বেশি যেন ঠান্ডায় কেঁপে উঠলেন নেট নাগরিকরা।
3/10

সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাই ইব্রাহিম এবং বন্ধুদের সঙ্গে ছুটি কাটানোর যে ছবি শেয়ার করেছেন সারা, তাতে কখনও তাঁকে স্কি করতে দেখা যাচ্ছে। কখনো আবার বরফ দিয়ে পুতুল তৈরি করতে ব্যস্ত অভিনেত্রী।
4/10

ছবি শেয়ার করে কবিতার ঢংয়ে ক্যাপশন লিখেছেন সারা। ভাই ইব্রাহিমকে যে তিনি ইগি পটার বলে ডাকেন, তা অজানা নয় নেট নাগরিকদের।
5/10

বেশ কিছু ছবিতে ক্যাপশনে সারা আলি খান লিখেছেন, 'বাড়ি সেটাই যেখানে ভাই আছে।' দুই ভাইবোনকে জেট স্কি করতেও দেখা যায় ছবিতে।
6/10

বলিউড অভিনেত্রী অমৃতা সিংহের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। সেফ আলি খানের সঙ্গে অমৃতার বিবাহবিচ্ছেদ হলেও বহু সময় সেফের সঙ্গে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।
7/10

তৈমুরের জন্মদিন হোক কিংবা জেহ আলি খানের জন্য সারা এবং ইব্রাহিমকে সেফ-করিনার সঙ্গে বিভিন্ন সময়ে দেখা যায়। নেট মাধ্যমে সেই সমস্ত ছবি শেয়ার করেন তাঁরা।
8/10

প্রসঙ্গত, সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের ছবি 'আতরঙ্গী রে'তে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে দক্ষিণী তারকা ধনুশ এবং অক্ষয় কুমারকে।
9/10

সারা আলি খানকে খুব শীঘ্রই দেখা যাবে ভিকি কৌশলের বিপরীতে। পরিচালক লক্ষণ উতেকরের নাম ঠিক না হওয়া ছবিতে জুটি বাঁধছেন তাঁরা।
10/10

অন্যদিকে, সম্প্রতি দিন কয়েক আগেই শ্বেতা তিওয়ারি কন্যা পলকের সঙ্গে রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায় ইব্রাহিমকে। তাঁরা ডেটিং করছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও ইব্রাহিম কিংবা পলক কেউই প্রকাশ্যে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
Published at : 01 Feb 2022 09:24 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
