এক্সপ্লোর
SRK Eid Greetings: মন্নতের সামনে উপচে পড়ছে ভক্তকূল, ব্যালকনি থেকে ইদের শুভেচ্ছা কিং খানের

ভক্তদের উদ্দেশে ইদের শুভেচ্ছা শাহরুখ খানের
1/10

২০২২ সালের ইদ আরও খানিক শুভ করার দায়িত্ব নিলেন শাহরুখ খান। তাঁর বাড়ি 'মন্নত'-এর সেই বিখ্যাত ব্যালকনিতে দাঁড়িয়ে বাড়ির সামনে ভিড় করা অগুন্তি অনুরাগীদের উদ্দেশে জানালেন ইদের শুভেচ্ছা।
2/10

ইদের দিন সকাল থেকে 'মন্নত'-এর সামনে লোকে-লোকারণ্য। এ যেন সিনেপ্রেমীদের কাছে খুবই চেনা দৃশ্য।
3/10

তারপর এক বিশেষ সময়ে ব্যালকনিতে আসবেন বাদশা! ভক্তদের উদ্দেশে হাত নাড়বেন, ভালবাসা পাঠাবেন, কখনও করজোড়ে প্রণাম তো কখনও সেলাম।
4/10

সেই চেনা দৃশ্য ফের দেখা গেল মঙ্গলবার। জনসমুদ্রের উদ্দেশে হাত নাড়লেন, প্রণাম করলেন, সেলাম ঠুকলেন। তুললেন সেলফিও। পোস্ট করলেন সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায়।
5/10

ক্যাপশনে শাহরুখ খান লিখলেন, 'ইদে তোমাদের সকলের সঙ্গে দেখা করতে খুব ভাল লাগে... আল্লাহ তোমাদের সকলকে ভালবাসা, আনন্দ দিন। ইদ মুবারক।'
6/10

উচ্ছ্বসিত জনতা তখন যেন সত্যিই হাতে চাঁদ পেয়েছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে সেই সমস্ত ছবিতে।
7/10

এক অনুরাগী সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'ইদি পেয়ে গেছি।'
8/10

অপর এক ভক্ত লিখলেন, 'তাঁর ক্ষণিকের উপস্থিতি অজস্র মুখে হাসি ফোটায়। আড়াই বছর পর অনুরাগীদের জন্য হাত নাড়লেন শাহরুখ খান।'
9/10

গত ২ বছর ধরে করোনার কারণে শাহরুখ খানের 'ইদ দর্শন' স্থগিত ছিল। তবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে শাহরুখ তাঁর ভক্তদের শুভেচ্ছা জানাতেন।
10/10

২০২০ সালে খুদে আব্রামের একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি। গত বছর একটি সাদা-কালো সেলফি পোস্ট করেন। এদিন নীল টি-শার্ট ও ডেনিম প্যান্টে দেখা গেল তাঁকে।
Published at : 03 May 2022 10:20 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
