গত বারো বছর ধরে মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা নাইকের সঙ্গে বন্ধুত্ব শ্রদ্ধা কপূরের। তাই বন্ধুর বিয়েতে তাঁকে জমিয়ে আনন্দ করতে দেখা যায়।
6/8
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূরের সম্পর্ক নিয়েও বিভিন্ন সূত্রে নানা কিছু শোনা যায়। সূত্রের খবর, সেলিব্রিটি ফোটোগ্রাফার রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।
7/8
যদিও রোহন শ্রেষ্ঠার সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও কিছু জানানি শ্রদ্ধা। কিন্তু তাঁর বাবা শক্তি কপূর স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তাঁদের সঙ্গে রোহনের পারিবারিক সম্পর্ক।
8/8
প্রসঙ্গত, শ্রদ্ধা কপূরকে খুব শীঘ্রই দেখা যাবে পরিচালক লভ রঞ্জনের ছবিতে। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর কপূর।