এক্সপ্লোর
Celebrities in Film: সামান্য হাসিঠাট্টার কারণে চিড় ধরেছিল জুহি-আমিরের সম্পর্কে, জানেন কি সেই ঘটনা?
aamir and Juhi
1/7

৯০-এর দশকে বলিউডের অন্যতম সুপারহিট জুটি ছিলেন জুহি চাওলা ও আমির খান। তাঁদের বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। জুহি ও আমিরের জুটি রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও খুবই ভালো।
2/7

সহ শিল্পীদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠতে কখনও কসুর করেন না বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খানের মতো অভিনেতারা। ১৯৯৭-র মুক্তিপ্রাপ্ত ইশক সিনেমার কথা নিশ্চয় সবার মনে আছে। এই সিনেমায় জুহি চাওলা, আমির খান ও অজয় দেবগন ও কাজলকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। একদিন এই সিনেমার শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন জুহির ঘনিষ্ঠরা।
Published at : 05 May 2021 01:30 PM (IST)
আরও দেখুন






















