এক্সপ্লোর
Celebrities in Film: সামান্য হাসিঠাট্টার কারণে চিড় ধরেছিল জুহি-আমিরের সম্পর্কে, জানেন কি সেই ঘটনা?

aamir and Juhi
1/7

৯০-এর দশকে বলিউডের অন্যতম সুপারহিট জুটি ছিলেন জুহি চাওলা ও আমির খান। তাঁদের বেশ কিছু হিট সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। জুহি ও আমিরের জুটি রিল লাইফেই শুধু নয়, রিয়েল লাইফেও খুবই ভালো।
2/7

সহ শিল্পীদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে উঠতে কখনও কসুর করেন না বলিউড অভিনেতা অজয় দেবগন ও আমির খানের মতো অভিনেতারা। ১৯৯৭-র মুক্তিপ্রাপ্ত ইশক সিনেমার কথা নিশ্চয় সবার মনে আছে। এই সিনেমায় জুহি চাওলা, আমির খান ও অজয় দেবগন ও কাজলকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল। একদিন এই সিনেমার শ্যুটিংয়ে হাজির হয়েছিলেন জুহির ঘনিষ্ঠরা।
3/7

আর সেটে জুহির আতিথেয়তা নিয়ে ওই অতিথিদের সামনেই হাসিঠাট্টায় শুরু করেন অজয় ও আমির। আমির ও অজয়ের এই হাসিঠাট্টা নতুন নয়। এমনটা তাঁরা আগেও করেছিলেন। কিন্তু ওই সময় সেটে হাজির ছিলেন অনেক লোকজন।
4/7

image 3
5/7

সেই সময় এ ধরনের রসিকতায় রেগে যান জুহি। সেদিন আমিরের ঠাট্টা জুহির এতটাই খারাপ লেগেছিল যে, পরের দিন শ্যুটিংয়ে আসেননি তিনি। শ্যুটিং বাতিল করে দিতে হয়েছিল।
6/7

ফলে আমিরের খুব খারাপ লেগেছিল যে, তাঁর মজা করার সাজা পুরো ইউনিটকে দিতে হল।
7/7

এরপর সিনেমা নির্মাতারা সমস্যার সমাধানে এগিয়ে আসেন। তাঁরা জুহির সঙ্গে কথা বলেন। শ্যুটিং শুরু হয়। এরপর আমির আর কোনওদিন জুহি চাওলার সঙ্গে হাসিঠাট্টা করেননি। উল্লেখ্য, আমির ও জুহি কয়মত সে কয়ামত তক, ইশক, হম হ্যায় রাহি প্যায়ারকে, লাভ লাভ লাভ-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।
Published at : 05 May 2021 01:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
