এক্সপ্লোর
Mumbai Cruise Drug Bust: আরিয়ানের সঙ্গে ক্রুজ পার্টিতে সামিল মুনমুন ধামেচা কে?
Mumbai Cruise Drug Bust
1/9

মাদক যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে শাহরুখ খানের পুত্র আরিয়ানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। ক্রুজ পার্টি থেকে গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। এই ঘটনায় এনসিবি মোট আট জনকে হেফাজতে নিয়েছে। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে রয়েছেন মুনমুন ধামেচা নামে এক মডেলও। জেনে নেওয়া যাক এই মুনমুন সম্পর্কে।
2/9

মুনমুন ধামেচা মুম্বইয়ের বাসিন্দা।
Published at : 04 Oct 2021 04:03 PM (IST)
আরও দেখুন






















