এক্সপ্লোর
Indrani Halder Birthday: মেলেনি প্রাপ্য সম্মান, কিন্তু আক্ষেপ নিয়ে বাঁচায় বিশ্বাসী নন ইন্দ্রাণী
ইন্দ্রাণী হালদার। ছবি :ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10

ঝুলিতে রয়েছে জাতীয় পুরস্কার। সম্মান পেয়েছেন বিদেশ থেকেও। কিন্ত যতটা পাওয়ার দাবিদার ছিলেন তিনি, ততটা কি পেয়েছেন ইন্দ্রাণী হালদার! ৫০-এ পৌঁছে এ নিয়ে হয়ত আর আক্ষেপ নেই অভিনেত্রীর।
2/10

কিন্তু আদরের ‘মামণি’ যে ড্রয়িংরুমের ‘শ্রীময়ী’ হয়ে থেকে গেলেন, তা নিয়ে আক্ষেপ শোনা যায় টলিপাড়ার অনেকের মুখেই। তাই শোনা যায়, ইন্দ্রাণীর প্রতিভার কদর করেননি কেউ, না দর্শক, না পরিচালক।
3/10

ইন্দ্রাণী কত বড় মাপের অভিনেত্রী, তা জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে, যেখানে তাঁর পাশে কার্যতই ম্লান হয়ে গিয়েছেন নামজাদা তারকারা।
4/10

ছকভাঙা গল্প, ছকভাঙা অভিনয়, ছকভাঙা পরিচালনা, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘দহন’ ছবির সম্পর্কে বলতে গেলে শব্দ ফুরিয়ে যায়। ছবির পোস্টার থেকে প্রমোশন সবেতে ঋতুরপর্ণা সেনগুপ্তকে মুখ্য চরিত্র হিসেবে তুলে ধরা হলেও, শ্রবণা সরকাররূপী ইন্দ্রাণী মনে দাগ কেটে যান।
5/10

আরও একটা জায়গায় ছকভাঙা ‘দহন’। সহ অভিনেত্রীর তকমা বসেনি ইন্দ্রাণীর পাশে। বরং সেরা অভিনেত্রী হিসেবেই ঋতুপর্ণার সঙ্গে যুগ্ম ভাবে জাতীয় পুরস্কার জতেন তিনি।
6/10

বৈবাহিক ধর্ষণের মতো বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আজও অস্বস্তি ছেঁকে ধরে। ২০০৭ সালে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ ছবিতে সেই বৈবাহিক ধর্ষণের শিকার মহিলার চরিত্রেই দুর্দান্ত অভিনয় করেছিলেন ইন্দ্রাণী।
7/10

যারা বৃষ্টিতে ভিজেছিল ছবির জন্য স্পেনে আয়োজিত মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর শিরোপা মাথায় ওঠে ইন্দ্রাণীর। জয় গোস্বামীর লেখার অনুপ্রেরণায় তৈরি ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’ ইন্দ্রাণীর কেরিয়ারের অন্যতম মাইলফলক।
8/10

বাবা-মেয়ের সম্পর্ক, টানাপড়েন, বিশ্বাস-অভিশ্বাসের ওঠাপড়া, এ নিয়ে যে ক’টি ছবি হয়েছে, ‘সাঁঝবাতির রূপকথা’ তার মধ্যে অন্যতম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে ছবিতে দাপটের সঙ্গে অভিনয় ইন্দ্রাণী।
9/10

সিনেমার পাশাপাশি টিভি সিরিয়ালেও চুটিয়ে অভিনয় করে গিয়েছেন ইন্দ্রাণী। তবে শাশুড়ি-বউমার টানাপড়েনের থেকে সিরিয়ালের গল্পের ক্ষেত্রেও বরাবরই সমসাময়িক গল্প বেছে নিয়েছেন তিনি।
10/10

ইন্দ্রাণীর অভিনীত ‘কুয়াশা যখন’, ‘পিঞ্জর’, ‘মর্যাদা: লেকিন কব তক’ এবং সর্বোপরি ‘শ্রীময়ী’ মূলত নারীপ্রধান গল্প। সব ক্ষেত্রেই সামাজিক রীতি-নীতির আগল ভেঙে বেরিয়ে আসা চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
Published at : 06 Jan 2022 10:20 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















