এক্সপ্লোর
Jacqueline Fernandez: অভিনয়ের পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয় জ্যাকলিন, সম্মানিত করেছিল 'পেটা ইন্ডিয়া'
Jacqueline Fernandez Birthday: ২০০৯ সালে আলাদীন ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জ্যাকলিন। ছোটবেলায় হলিউড তারকা হওয়ার স্বপ্ন দেখতেন জ্যাকলিন।
জ্যাকলিনের জন্মদিন
1/10

শ্রীলঙ্কা থেকে মায়ানগরী, কেরিয়ারের প্রথম দিকে তিনি ভেবেছিলেন, রুপোলি পর্দা (Silver Screen) নয়, সাংবাদিকতাই (Journalism) কেরিয়ার হতে পারে তাঁর। পড়াশোনাও করেছিলেন সেভাবেই।
2/10

কিন্তু রুপোলি পর্দায় ঝলমলিয়ে ওঠাই তাঁর ভাগ্যে লেখা ছিল। ২০০৯ সালে বলিউডে পা রেখে তিনি কাটিয়ে ফেললেন ১৩ বছরেরও কিছু বেশি সময়। জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। আজ তাঁর জন্মদিন (Birthday)।
3/10

১৯৮৫ সালে শ্রীলঙ্কার বাহরিনে (Bahrain) জন্ম হয় জ্যাকলিনের। স্কুলজীবন শেষ করে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন (Mass Communication) পড়েছিলেন জ্যাকলিন।
4/10

এরপর কিছুদিন তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। এরপরে জ্যাকলিন মডেলিং-এর দুনিয়ায় পা রাখেন। সেটাই তাঁর গ্ল্যামার দুনিয়ায় পা রাখা।
5/10

এরপর, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা (Miss Universe Sri Lanka)-র খেতাব জিতে নেন তিনি।
6/10

২০০৯ সালে আলাদীন (Aladin) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জ্যাকলিন। ছোটবেলায় হলিউড তারকা হওয়ার স্বপ্ন দেখতেন জ্যাকলিন। অভিনয় শিক্ষাও নেন তিনি।
7/10

সুজয় ঘোষ (Sujoy Ghosh)-এর ছবির হাত ধরেই বলিউডে পা রাখেন তিনি। এরপর জানে কাঁহাসে আয়ি হ্যায় (Jaane Kahase Aayi Hai) ছবিতে ঋতেষ দেশমুখ (Hritesh Deshmukh)-এর বিরুদ্ধে অভিনয় করেন তিনি।
8/10

এরপর মার্ডার ২ (Murder 2) ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবির হাত ধরেই প্রথম বাণিজ্যিক ছবিতে সাফল্য পান জ্যাকলিন। এই ছবিতে অভিনয়ে নজর কাড়েন জ্যাকলিন। প্রশংসিতও হন।
9/10

২০১৩ সালে রেস ২ (Race 2) ছবিতে অভিনয় করেন জ্যাকলিন। এরপর কিক (Kikk) ছবিতে অভিনয় করেন জ্যাকলিন। এই একই নামে একটি তেলুগু ছবিতেও অভিনয় করেন তিনি।
10/10

কেবল অভিনয় নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকেন জ্যাকলিন। করোনার সময় বহু দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিয়েছেন জ্যাকলিন। পশুপাখিদের ক্ষেত্রেও তিনি একইরকম দয়ালু। এই কারণেই পেটা ইন্ডিয়া (PETA) তাঁকে ২০১৪ সালে ওম্যান অফ দ্য় ইয়ার (Woman of the Year) বা বছরের সেরা মহিলা হিসাবে অভিহিত করা হয়।
Published at : 11 Aug 2022 12:05 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















