এক্সপ্লোর
Jalsa: পোলকা ডট শাড়ি, হাতে আবির, 'জলসা'-র প্রচারে রঙিন বিদ্যা

বিদ্যা বালন
1/9

আগামীকাল মুক্তি পাবে বিদ্যা বালন অভিনীত নতুন ছবি 'জলসা'। তার আগের রাতে মুম্বইয়ের জুহুতে প্রচার সারলেন 'বিদ্যা বালন'।
2/9

পোলকা ডট শাড়ি আর হাতে আবিরের থালা, সাধারণ সাজেই যথারীতি নজরকাড়া বিদ্যা।
3/9

দুই মহিলা ও তাঁদের আশেপাশে, বা তাঁদের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা য সবকিছু ওলটপালট করে দেয়, তেমনই গল্প বলবে 'জলসা'। মায়ার চরিত্রে বিদ্যা বালান ও রুকসানার চরিত্রে শেফালি।
4/9

ট্রেলারের শুরুতেই একটি 'হিট অ্যান্ড রান' (hit and run) দুর্ঘটনা দেখা যায়। এরপর দুই মুখ্য চরিত্র মায়া মেনন ও রুকসানার সঙ্গে পরিচয় হয় দর্শকের।
5/9

মায়া মেনন একজন দুঁদে সাংবাদিক। অন্যদিকে রুকসানার মেয়ে ওই দুর্ঘটনায় প্রাণ হারায়। এরপর এক এক করে গোপনীয়তা, মিথ্যা, সত্যি, প্রতারণার জাল বিস্তৃত হতে থাকে ট্রেলার জুড়ে।
6/9

এই ছবি সম্পর্কে বিদ্যা বালান বলেছিলেন, 'আমার প্রতিটি চলচ্চিত্রে চেষ্টা করি একটি নতুন গল্প বলার এবং আমি এখনও পর্যন্ত যে চরিত্রে অভিনয় করেছি তার থেকে ভিন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করেছি।'
7/9

বিদ্যা আরও বলেন, ' 'জলসা' আমাকে ধূসর বর্ণের মধ্যে ঢোকার সুযোগ দিয়েছে এবং একজন অভিনেতা হিসাবে আমার জন্য বেশ চ্যালেঞ্জিং, সমৃদ্ধ এবং পরিপূর্ণ অভিজ্ঞতা।'
8/9

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'তুমহারি সুলু' খ্যাত সুরেশ ত্রিবেনী। বিদ্যা বালান ও শেফালি শাহ ছাড়াও 'জলসা' ছবিতে আরও একাধিক বড় অভিনেতা অভিনেত্রী রয়েছেন।
9/9

এই ছবিতে কাজ করেছেন, মানব কল, রোহিনি হত্তাঙ্গড়ি, ইকবাল খান, বিদ্যার্থী বান্দি, শ্রীকান্ত মোহন যাদব প্রমুখ। ১৮ মার্চ অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবিটি।
Published at : 17 Mar 2022 10:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
