এক্সপ্লোর
Jamai Sashti Special: বিশাল আয়োজন, পঞ্চব্যঞ্জন দেখে ডায়েট ভুললেন টলিপাড়ার জামাইরা
টলিপাড়ার জামাই আদর
1/9

আজ জামাইষষ্ঠী। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, বিশেষ এই দিনটায় জামাই আদরের আয়োজন করেন সাধারণ মানুষ। বাড়িতেই ঘরোয়াভাবে আয়োজন হয়েছিল গৌরব চট্টোপাধ্যায়ের ( Gaurav Chatterjee) আপ্যায়নের। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা। হাতপাখা দিয়ে হাওয়া করা থেকে শুরু করে সমস্ত সাবেক নিয়ম কানুনই পালন হয়েছে সেখানে। উপস্থিত ছিলেন দেবাশীষ কুমারও। দিনের শেষে সোশ্যাল মিডিয়ায় জামাইষষ্ঠীর একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন দেবলীনা। সেখানে সপরিবারে দেখা গিয়েছে দেবলীনা আর গৌরবকে। ছাইরঙা পাঞ্জাবিতে সেজেছিলেন গৌরব। সোনালি ফ্রেমের চশমায় এবারারে সাবেকি ছোঁয়া। ডায়েট ভুলে খাওয়া দাওয়ায় মজলেন তিনি। বাদ গেলেন না দেবলীনাও। গৌরবের পাশে বসেই মায়ের রান্না চাখলেন তিনিও।
2/9

আজ প্রথা মেনে জামাইষষ্ঠীর আয়োজন হয়েছিল সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর (Iman Chakraborty) বাড়িতে। সমস্ত নিয়ম পালন করলেন ইমনের বাবা। প্রথা মেনে জামাই নীলাঞ্জনের সামনে সাজিয়ে দেওয়া হল পঞ্চব্যাঞ্জন। এবিপি আনন্দকে ইমন বললেন, 'জামাইষষ্ঠীর ধারণাটার সঙ্গে নৈতিকভাবে কিছু কিছু জায়গায় মতপার্থক্য রয়েছে আমার। কিন্তু এটা একটা বাঙালি ঐতিহ্য। পরিবারের সবাই একসঙ্গে আসেন। খুব ভালো লাগে আমার তাই এই দিনটা।' নীলাঞ্জন জানালেন, সমস্ত পদের মধ্যে মাছের মাথা দিয়ে ডাল নাকি তাঁর সবচেয়ে প্রিয়। তাই দিয়ে নাকি এক হাঁড়ি ভাত খেয়ে নিতে পারেন নীলাঞ্জন।
Published at : 05 Jun 2022 11:44 PM (IST)
আরও দেখুন






















