এক্সপ্লোর
Jamai Sasthi: 'সোহাগে-আদরে' টলিউডের জামাইষষ্ঠী, একনজরে প্রিয় জুটিদের আজকের দিনটা
Jamai Sasti In Tollywood: জামাই আদরে মিলেমিশে টলিউডের আজ বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হয়েছে সেইসব ছবিও। কেমন গেল টলিউডের জামাইষষ্ঠী?
'সোহাগে-আদরে' টলিউডের জামাইষষ্ঠী, একনজরে প্রিয় জুটিদের আজকের দিনটা
1/12

আজ জামাইষষ্ঠী। মেনু থেকে শুরু করে সাজ.. জামাই আদরে মিলেমিশে টলিউডের আজ বিশেষ দিন। সোশ্যাল মিডিয়ায় দেদার শেয়ার হয়েছে সেইসব ছবিও। কেমন গেল টলিউডের জামাইষষ্ঠী? উঁকি দিল এবিপি লাইভ (ABP Live)।
2/12

সোশ্যাল মিডিয়ায় আজ জামাইষষ্ঠীর ছবি শেয়ার করে নিয়েছেন তৃণা। সেখানে নীলের হাতে দেখা গেল এক হাঁড়ি মিষ্টি দই।
3/12

মেনুতে রয়েছে পোলাও, মাংস থেকে শুরু করে একাধিক লোভনীয় পদ। তৃণার মায়ের সঙ্গে ফ্রেমবন্দি হলেন নীল। রইলেন তৃণাও। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল মিষ্টি সম্পর্ক।
4/12

প্রত্যেক বছরই এই দিনটা বেশ আড়ম্বর করেই পালিত হয় দেবাশীষ কুমারের বাড়িতে। হাজির থাকেন একমাত্র জামাই গৌরব চট্টোপাধ্যায়।
5/12

আদরের মেয়ে দেবলীনার কাছেও এই দিনটা ভীষণ আনন্দের। সমস্ত রীতি রেওয়াজ পালনের শেষে থাকে পেটপুরে খাওয়া। আজও অন্যথা হল না সেই নিয়মের।
6/12

ফল থেকে শুরু করে মাটির থালায় হরেক রকম পদ সাজিয়ে ভুরিভোজ.. সোশ্যাল মিডিয়ায় জামাই আদরের খুঁটিনাটি শেয়ার করে নিয়েছেন গৌরব।
7/12

আজকের দিনটা আনন্দের হলেও গৌরব চট্টোপাধ্যায় (Gaurav Chatterjee) আর ঋদ্ধিমা ঘোষ (Riddhima Ghosh)-এর বাড়িতে লেগে থাকে মনখারাপের ছোঁয়া।
8/12

মা প্রয়াত হয়েছেন ঋদ্ধিমার। তাই জামাইষষ্ঠীর রীতিনীতি পালন করেন ঋদ্ধিমার বাবাই।
9/12

অবশ্য খামতি থাকে না জামাই আদরের। এই বছরও অন্যথা হল না তার। ঋদ্ধিমা অন্তঃসত্তা। পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। আর তাই এবারের জামাইষষ্ঠী বেশ অন্যরকম এই জুটির কাছে।
10/12

এখনও পর্যন্ত সামাজিক রীতিতে সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা। তবে আইনি বিয়ে সেরেছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায় ও প্রমিতা চক্রবর্তী।
11/12

তাই জামাইষষ্ঠীও পালন হয় মহা সমারোহে। আজ নিয়মমাফিক প্রমিতার বাড়িতে গিয়েছিলেন রুদ্রজিৎ।
12/12

খামতি ছিল না জামাই আদরের। আয়োজন করা হয়েছিল রুদ্রজিতের পছন্দের সমস্ত পদই।
Published at : 25 May 2023 11:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























