শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা গেল বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরকে। হাই হিলস বুটস ও ব্লু জিনস-লাইট কালারের জ্যাকেটে দেখা গেল তাঁকে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রুহি’ সিনেমার জন্য অনুরাগীদের মধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি।
2/5
জাহ্নবীর এই সিনেমা ২০০০ স্ক্রিনে রিলিজ হয়েছে। এটি একটি হরর-কমেডি সিনেমা। পরিচালক হার্দিক মেহতা। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রাজকুমার রাও ও বরুণ শর্মা।
3/5
জাহ্নবীর হাতে এখন বেশ কিছু প্রোজেক্ট রয়েছে। তিনি এখন ‘গুড লাক জেরি’-র শ্যুটিংয়ে ব্যস্ত। এছাড়াও তাঁকে ‘দোস্তানা ২’ সিনেমাতেও দেখা যাবে। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।
4/5
২০১৮-তে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন জাহ্নবী। ওই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন ইশান খট্টর।
5/5
‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছিলেন। এই সিনেমায় তাঁর বাবার ভূমিকায় দেখা গিয়েছিল পঙ্কজ ত্রিপাঠীকে। ভারতের বায়ুসেনার লড়াকু পাইলট গুঞ্জন সাক্সেনার জীবন নিয়ে এই সিনেমার কাহিনী। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধে অংশগ্রহণকারী প্রথম মহিলা পাইলট ছিলেন গুঞ্জন। এই সিনেমার প্রযোজনা করেছে কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশন।