এক্সপ্লোর
'Jawan': দেশজুড়ে কেক কেটে, পোস্টারে মালা পরিয়ে, মানব পিরামিড তৈরি করে 'জওয়ান দিবস' উদযাপন
'Jawan' FDFS: 'জওয়ান'-এর মুক্তি ফের একবার প্রমাণ করে দিল... শাহরুখ খান ফের একবার পর্দায় এলেন, এবং জয় করলেন। 'জওয়ান'-এর দৌড় সহজে থামবার নয়।

ছবি সৌজন্য: পিটিআই
1/10

২৫ জানুয়ারি, ২০২৩। মুক্তি পেয়েছিল শাহরুখ খানের 'পাঠান'। সেই উন্মাদনার রেশ কাটতে না কাটতেই অনুরাগীরা মুখিয়ে ছিলেন 'জওয়ান'-এর জন্য।
2/10

মুক্তির তারিখ বদলে অবশেষে স্থির হয় ৭ সেপ্টেম্বর। বছরের দ্বিতীয় ছবি নিয়ে ফের প্রেক্ষাগৃহে হাজির শাহরুখ খান। আর তাঁর টানে হাজির হাজার হাজার অনুরাগী।
3/10

'জওয়ান' দেখতে কোথাও সারা রাত প্রেক্ষাগৃহের সামনে অপেক্ষা করলেন অনুরাগীরা, তো কোথাও ভোরের আলো ফোটার আগেই উপস্থিত জনতা।
4/10

কলকাতা, দিল্লি থেকে মুম্বই, হায়দরাবাদ, দেশজুড়ে সর্বত্র উন্মাদনা উচ্ছ্বাসের ছবিটা একইরকম।
5/10

ছবির প্রথম দিনের প্রথম শোয়ের আগে ও পরে চলল দারুণ সেলিব্রেশন।
6/10

বাদশাহের ছবির বিশাল কাটআউট এনে, তাতে মালা পরিয়ে, কেক কেটে, নাচে, গানে, স্লোগানে, হুল্লোড়ে চলল 'জওয়ান দিবস' পালন।
7/10

কলকাতায় সকালে আকাশের মুখ ছিল ভারী। মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করেই হলমুখী হন সাধারণ মানুষ।
8/10

'বেটে কো হাথ লাগানে সে পহেলে.. বাপ সে বাত কর'.. ট্রেলারে এই সংলাপ প্রকাশ্যে আসতেই যেমন একদিকে শুরু হয়েছিল চর্চা.. অন্যদিকে তৈরি হয়েছিল উন্মাদনাও।
9/10

এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, 'জওয়ান'-এর মুক্তি ফের একবার প্রমাণ করে দিল... শাহরুখ খান ফের একবার পর্দায় এলেন, এবং জয় করলেন। এই দৌড় সহজে থামবার নয়।
10/10

অ্যাটলি দক্ষিণী ছবির ঘরানা ও শাহরুখের ম্যাজিকের একটা সার্থক মেলবন্ধন ঘটিয়েছেন এই ছবিতে। 'জওয়ান'-এর অন্যতম আকর্ষণ এই ছবির অ্যাকশন সিকোয়েন্স। যা রীতিমতো দর্শককে বুঁদ করে রেখেছিল ছবিতে।
Published at : 07 Sep 2023 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
