এক্সপ্লোর
Jaya Bachchan: সত্যজিৎ রায়ের হাত ধরে অভিনয় শুরু, পরবর্তীকালে বলিউডের ‘ফার্স্ট লেডি’ জয়া বচ্চন

সব ভূমিকাতেই সফল জয়া বচ্চন
1/10

অভিনয় জগতেই শুধু নয়, রাজনীতির জগতেও অন্যতম ব্যক্তিত্বময়ী মহিলা জয়া বচ্চন। তিনি সমাজবাদী পার্টি সাংসদ। নানা রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তিনি মতামত প্রকাশ করে থাকেন।
2/10

রাজনৈতিক দলের নেত্রী, বলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক-শ্বেতার মা, সব ভূমিকাতেই সফল জয়া।
3/10

১৯৪৮ সালের ৯ এপ্রিল জন্ম হয় জয়ার। তাঁর বাবা তরুণ কুমার ভাদুড়ী এবং মা ইন্দিরা দেবী। জয়ার বাবা ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক। পরিবারের সাংস্কৃতিক আবহ জয়ার উপর প্রভাব ফেলে।
4/10

ভোপালের সেন্ট জোশেফ স্কুলে পড়াশোনা করার পর ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ভর্তি হন জয়া। এরপরেই তাঁর অভিনয় জগতে প্রবেশ।
5/10

১৯৬৩ সালে সত্যজিৎ রায়ের ছবি ‘মহানগর’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় জয়ার। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। এরপর আরও কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করার পর বলিউডে সুযোগ পান জয়া।
6/10

বলিউডে জয়ার প্রথম ছবি ‘গুড্ডি’। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র।
7/10

অমিতাভের সঙ্গে জয়ার প্রথম ছবি ‘বংশী বিরজু’। এই ছবিটি মুক্তি পায় ১৯৭২ সালে।
8/10

১৯৭৩ সালের ৩ জুন অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ে হয় জয়ার। তাঁদের দুই সন্তান অভিষেক ও শ্বেতা।
9/10

জয়ার উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল ‘জওয়ানি দিওয়ানি’, ‘অনামিকা’, ‘উপহার’, ‘পিয়া কা ঘর’, ‘পরিচয়’, ‘কোশিস’, ‘বাবর্চি’, ‘জঞ্জির’, ‘অভিমান’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’।
10/10

গত বছর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে এসেছিলেন জয়া। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল।
Published at : 11 Mar 2022 09:23 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
