এক্সপ্লোর
Onyo Valentine Release: ওটিটিতে এবার জন-ঐন্দ্রিলা জুটি, আসছে 'অন্য ভ্য়ালেন্টাইন'
আসছে 'অন্য ভ্যালেন্টাইন'
1/10

আগামীকাল 'ক্লিক' (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'অন্য ভ্যালেন্টাইন' (Onyo Valentine)। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শৌর্য ভট্টাচার্য ওরফে জন (John), ঐন্দ্রিলা বসুকে (Oindrila Bose)।
2/10

৩২ মিনিটের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' মুক্তি পেতে চলেছে আগামিকাল ২৩ জুন 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবির ঘটনা মূলত 'কমেডি অফ এররস' মেনে হবে। অর্থাৎ এক যুগলকে ঘিরে হাসির পরিস্থিতি তৈরি হবে, তাদের দেখা হওয়া বা প্রেমে পড়া সবেতেই থাকবে মজা।
Published at : 22 Jun 2022 06:15 PM (IST)
আরও দেখুন






















