এক্সপ্লোর
Kacher Manush: 'জুলফিকর'থেকে 'কাছের মানুষ', দুই ছবিতে বুম্বাদার সঙ্গে অভিনয় করার মধ্যে ফারাক রয়েছে: দেব
Kacher Manush Update: শ্যুটিংয়ের মধ্যে নাকি ডায়েট ভুলেছিলেন দেব-ইশা! দেব বলছেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি।"
'জুলফিকর'থেকে 'কাছের মানুষ', দুই ছবিতে বুম্বাদার সঙ্গে অভিনয় করার মধ্যে ফারাক রয়েছে: দেব
1/10

আগামী ৩০ তারিখ মুক্তি পাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহা অভিনীত নতুন ছবি কাছের মানুষ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির দুটি গান, চুম্বক মন ও টাকা লাগে।
2/10

'গোলন্দাজ'-এর পরে এই ছবিতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন দেব ও ইশা। দেবের চরিত্রের নাম কুন্তল ও ইশার চরিত্রের নাম আলো।
Published at : 11 Sep 2022 07:22 PM (IST)
আরও দেখুন






















