এক্সপ্লোর
Kajol and Tanuja at Daksineswar: কলকাতায় শ্যুটিং কাজলের, তার মধ্যেই মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে হাজির অভিনেত্রী
Kajol and Tanuja at Kolkata: শান্তিনিকেতনের শ্যুটিং সামলেই শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। হুইল চেয়ারে ছিলেন মা তনুজা। সর্বদাই মা বা দিদার হাত ধরে ছিলেন ছেলে যুগ
শান্তিনিকেতন থেকে ফিরে, মা তনুজা ও ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন কাজল
1/10

তিনি কলকাতায় এসেছিলেন ছবির শ্যুটিংয়ের কাজে। তবে এখানে থাকেননি.. বিমানবন্দর থেকেই পাড়ি দিয়েছিলেন বীরভূমে। শান্তিনিকেতনে।
2/10

কিন্তু তার ফাঁকেই, মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরে গেলেন তিনি। কাজল (Kajol)। শনিবার, ছুটির দিন তাঁকে দেখতে ভিড় জমল মন্দির চত্বরে।
3/10

গরম উপেক্ষা করেও মন্দিরে এদিন পরিবারকে নিয়ে পুজো দেন অভিনেত্রী। আজও কলকাতাতেই রয়েছেন তিনি, করছেন শ্যুটিং।
4/10

বলিউড অভিনেতা রণিত রায়ের (Ronit Roy) সঙ্গে মার্চ মাসের শেষেই কলকাতায় এসেছেন কাজল। বিমানবন্দরে বাঙালি অভিনেত্রী ক্যামেরাবন্দি হলেও, কলকাতায় থাকেননি তিনি।
5/10

শোনা যাচ্ছে, বলিউড ছবি 'মা'-র শ্যুটিংয়ে কলকাতায় এসেছিলেন তিনি। শান্তিনিকেতনের শ্যুটিং সামলেই শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। হুইল চেয়ারে ছিলেন মা তনুজা।
6/10

সর্বদাই মা বা দিদার হাত ধরে ছিলেন ছেলে যুগ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া যুগের প্রশংসায় পঞ্চমুখ।
7/10

এদিন ৩ জনেই ছবি তোলেন। তবে গোটা সময়টাই ঘিরে ছিলেন নিরাপত্তার বেষ্টনীতে।
8/10

এদিন কাজল পরেছিলেন একটি টকটকে লাল ফুল হাতা সালোয়ার কামিজ। চুল বাঁধা ছিল , চোখে বড় সানগ্লাস। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তনুজা, সঙ্গে রঙিন ওড়না। তাঁরও চোখে ছিল সানগ্লাস
9/10

সাদা টিশার্ট পরেছিলেন যুগ, সঙ্গে ছাই রঙের প্যান্ট। মুখে হাসি মাখিয়ে তিনি পোজ় দেন মা ও দিদার সঙ্গে। কলকাতায় আসেননি স্বামী অজয় দেবগণ (Ajay Devgan)। স্বামীর জন্মদিনেও থাকতে পারেননি তিনি। কলকাতা থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামীকে।
10/10

এর আগে, শান্তিনিকেতনে কঙ্কালীতলার মন্দিরে পুজো দিয়েছিলেন এই ছবিতে কাজলের সহ-অভিনেতা রণিত রায়
Published at : 07 Apr 2024 11:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















