এক্সপ্লোর
'Kaliachak Chapter 1' Premiere: বক্স অফিসে মিলছে দারুণ সাড়া, 'কালিয়াচক চ্যাপ্টার ১' ছবির প্রিমিয়ারে চাঁদের হাট
Movie Premiere: মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছিল রাতুলের 'কালিয়াচক চ্যাপ্টার ১'। সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই ছবি যদিও প্রেক্ষাগৃহে এখন ভালই সাড়া পাচ্ছে।
কালিয়াচক চ্যাপ্টার ১
1/10

মুক্তি পেয়েছে 'কালিয়াচক চ্যাপ্টার ১'। রাতুল মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ছবি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। বদলানো হয় মুক্তির তারিখ। অবশেষে ২ অগাস্ট সেসব কাটিয়ে প্রেক্ষাগৃহে আসে ছবি।
2/10

মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রূপাঞ্জনা মিত্র। তাঁকে মহিলা পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ছবিতে। এছাড়া অভিনয় করেছেন নবাগত অসীম, পার্থসারথী, দেবপ্রসাদ হালদার, দেবপ্রতীম দাশগুপ্ত, প্রতীশ ঘোষ প্রমুখ।
Published at : 06 Aug 2024 11:19 PM (IST)
আরও দেখুন






















