সম্প্রতি করোনামুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই পর্বে পরিবার বন্ধুদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না তাঁর। তাই আইসোলেশন পর্ব কাটিয়ে এবার প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। সেই ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
2/6
মানালির বাড়িতেই সময় কাটাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে। ছবি শেয়ার করার পাশাপাশি ধন্যবাদ জানিয়ে ক্যাপশনও লিখেছেন তিনি।
3/6
কঙ্গনা লিখেছেন, করোনাকালে আইসোলেশনে থাকাটা যথেষ্ট চ্যালেঞ্জের। অনেক দিন পর মানালিতে বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে ভাল লাগছে। আগামীকাল দিদার সঙ্গে দেখা করতে যাব।
4/6
বরবারই দিদির সঙ্গে সুসম্পর্ক কঙ্গনার। যে বিষয়ে একে অন্যের পাশে দাঁড়ান তাঁরা।
চলতি বছর মাদার্স ডে-তে মা-কে নিয়ে আবেগঘন পোস্ট করেছিলেন কঙ্গনা। মায়ের কর্তব্যপরায়ণতার কথাও উল্লেখ করেছিলেন। সেই সময় করোনায় আক্রান্ত ছিলেন অভিনেত্রী। তাই করোনামুক্ত হওয়ার পর মায়ের সঙ্গে সময় কাটানোর সুযোগ ছাড়েননি তিনি।