এক্সপ্লোর
Advertisement

Kangana Ranaut: মানালির পাহাড়ের কোলে কঙ্গনার নতুন বিলাসবহুল বাড়ি, অবাক করবে অন্দরসজ্জার ছবি

বাড়ির ব্যালকনিতে কঙ্গনা
1/10

পাহাড়ের কোলে কঙ্গনা রানাউতের পছন্দের ঠিকানা। মানালিতে বাড়ি রয়েছে তাঁর। এবার সেই বাড়িরই কিছু অংশ বাড়িয়ে তাকে নতুনভাবে সাজালেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন চোখ ধাঁধানো ছবি।
2/10

সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নিজের মানালির বাড়ির কথা লিখেছিলেন কঙ্গনা। সেই বাড়িরই কিছু অংশ বাড়িয়ে তাকে নতুন করে সাজিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা জানিয়েছেন একেবারে স্বদেশী জিনিস ব্যবহার করেই বাড়ি সাজিয়েছেন তিনি।
3/10

কঙ্গনা লিখেছেন, পাহাড়ি প্রকৃতির কথা মাথায় রেখে তাঁর বাড়ির অধিকাংশ অংশই কাঠের তৈরি। পাহাড়ি সংস্কৃতিকেও ফুটিয়ে তোলা হয়েছে ঘরের প্রতিটি কোনায়।
4/10

কঙ্গনা লিখছেন, বিদেশি নয়, তাঁর বাড়ির প্রতিটি আসবাবই তৈরি স্থানীয় কাঠ ও নদীর পাথর দিয়ে। বিলাশবহুল এই বাড়ির কেবল ৩টি শোওয়ার ঘরের ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা।
5/10

প্রতিটি ঘরেই রয়েছে বিলাসবহুল আসবাবপত্র। কঙ্গনা জানিয়েছেন, এই বাড়ির অন্দরসজ্জা যাঁরা গৃহসজ্জা ভালোবাসেন তাঁদের উদ্বুদ্ধ করবে ও ভালো লাগবে।
6/10

ঘরের একাধিক অংশে রয়েছে কাঠের সূক্ষ কারুকার্যের আসবাব, দরজা ও বিভিন্ন হাতে আঁকা ছবি। কঙ্গনা চিরকালই ঘর সাজানো নিয়ে খুঁতখুঁতে।
7/10

এই প্রথম নয়, এর আগেও নিজের অফিসের অন্দরসজ্জার ছবি শেয়ার করেচিলেন কঙ্গনা। সেই ছবিও ছিল চোখ ধাঁধানো।
8/10

বাইরে থেকে কঙ্গনার বাড়ি। এই বাড়ির ব্যালকনিতে দাঁড়ালে সামনের পাহাড়ের সৌন্দর্য্য মন জুড়িয়ে দেয়।
9/10

বাড়ির এই বিশেষ দেওয়ালটির একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। এখানে রয়েছে শিল্প ও স্মৃতির মিশেল।
10/10

কাঠের সিঁড়ির এই ছবিটিও মনে ধরেছে নেটিজেনদের। তাঁর ছবি বা বক্তব্য নিয়ে যতই মতবিরোধ থাকুক না কেন, কঙ্গনার বাড়ির এই ছবিগুলোতে চোখ আটকাবে না, এমন মানুষ নেই বললেই চলে।
Published at : 09 Jun 2022 11:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
