এক্সপ্লোর
Karan Johar: 'সবসময় মনে হয় আমি মোটা, এমনকী ঘনিষ্ঠ মুহূর্তেও...', কোন সমস্যায় ভুগছেন কর্ণ জোহর?
Karan Johar Update: প্রায়ই তিনি নেপোটিজম কটাক্ষের শিকার হন, সেই সঙ্গে শিরোনামে থাকে তাঁর ফ্যাশন বা পোশাক-পরিচ্ছদও। এবার সেই প্রসঙ্গে কী বললেন পরিচালক-প্রযোজক?
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

বলিউডের তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর। তাঁর হাত ধরে একাধিক তারকা সন্তান পা রেখেছেন অভিনয় দুনিয়ায়। প্রায়ই তিনি নেপোটিজম কটাক্ষের শিকার হন, সেই সঙ্গে শিরোনামে থাকে তাঁর ফ্যাশন বা পোশাক-পরিচ্ছদও। ছবি: ইনস্টাগ্রাম
2/10

বাহারি পোশাক পরে থাকেন কর্ণ। যার মধ্যে একাধিক পোশাক 'ওভার সাইজড'। অর্থাৎ ফিটিং পোশাক নয়, বেশ খানিকটা ঢিলে পোশাক পরতেই দেখা যায় তাঁকে। ছবি: ইনস্টাগ্রাম
3/10

জানেন কি তিনি 'বডি ডিসমর্ফিয়া'র সমস্যায় ভুগছেন? নিজের শরীর নিয়ে যথেষ্ট অস্বচ্ছন্দ বোধ করেন তিনি। দীর্ঘদিন ধরে মানসিক স্বাস্থ্যের চিকিৎসাও করাচ্ছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
4/10

নিজের স্বাস্থ্য, নিজের চেহারা নিয়ে অস্বস্তি প্রসঙ্গে পরিচালক বলে এক সাক্ষাৎকারে ফে ডি'সুজাকে বলেন, 'আমার বডি ডিসমর্ফিয়া আছে, আমি পুলে নামতে ভীষণ অস্বস্তি বোধ করি। আমি জানি না নিজের সম্পর্কে অস্বস্তি বোধ না করে কীভাবে জলে নামা যায়।' ছবি: ইনস্টাগ্রাম
5/10

'এই অস্বস্তি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করেছি। যত সফলই আপনি হোন না কেন, নিজেকে যত বড় মানুষই ভেবে ফেলুন না কেন, আমি সবসময় ওভারসাইজড পোশাক পরি।' ছবি: ইনস্টাগ্রাম
6/10

'আমি যদি ওজন ঝরিয়েও ফেলি, এবং প্রবল চেষ্টা করি, আমার ভিতরে সবসময়েই এই বিষয়ের সঙ্গে যুদ্ধ চলে, সবসময়েই মনে হয় আমি মোটা। সেই কারণে আমি কাউকে শরীরের একটি অংশও দেখাতে চাই না।' ছবি: ইনস্টাগ্রাম
7/10

তিনি আরও বলেন, 'আমার ৮ বছর বয়স থেকে কোনও কিছুর বদল ঘটেনি। আমি নিজেই নিজের শারীরিক গঠন নিয়ে ঠাট্টা (self-body shame) করি।' ছবি: ইনস্টাগ্রাম
8/10

'এমনকী ঘনিষ্ঠ মুহূর্তেও আমার জন্য আলো নিভিয়ে দিতে হয়। এর জন্য আমি চিকিৎসাও করাচ্ছি।' ছবি: ইনস্টাগ্রাম
9/10

'এই সমস্ত বিষয়, এই সবকিছু মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। প্যানিক অ্যাটাকও হয় একবার যার পর আমাকে ওষুধ নিতে হয়।' ছবি: ইনস্টাগ্রাম
10/10

কাজের ক্ষেত্রে কর্ণ জোহর সম্প্রতি প্রযোজনা করেছেন 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' ছবিটির যেখানে অভিনয় করেছেন জাহ্নবী কপূর ও রাজকুমার রাও। আপাতত তিনি 'কিল' ছবির সাফল্যে আত্মহারা। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 08 Jul 2024 04:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























