এক্সপ্লোর
Kareena-Saif: বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা-সইফ, সোশ্যালে একগুচ্ছ ছবি পোস্ট
Kareena Saif Christmas Holiday: বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা কপুর এবং সইফ আলি খান। রয়েছেন তাঁর পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে। আর সেই ছবিই ইন্সটায় শেয়ার করেছেন।

বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা-সইফ, সোশ্যালে একগুচ্ছ ছবি পোস্ট
1/10

বড়দিনের ছুটিতে ফুরফুরে মেজাজে করিনা কপুর এবং সইফ আলি খান।
2/10

রয়েছেন তাঁর পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে। আর সেই ছবিই ইন্সটায় শেয়ার করেছেন।
3/10

ব্রেকফাস্টের টেবিলে কুর্তা এবং পায়জামা পরে বসে অলস ভঙ্গিতে সইফ আলি খান।
4/10

ছবির ক্যাপশনে কীসের তৈরি রুটি, তা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন করিনা কপুর।
5/10

যদিও কোনও ছবিতেই মা-বাবার সঙ্গে তৈমুরকে দেখা যায়নি।
6/10

বলিউড দম্পতি সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম।
7/10

করিনাকে শেষ দেখা গিয়েছিল নেটফ্লিক্সের সিনেমা জানে জান-এ বিজয় ভার্মা এবং জয়দীপের সঙ্গে।
8/10

তাকে পরবর্তীতে দ্য ক্রু (The Crew) ছবিতে দেখা যাবে, সহ-অভিনেতা টাবু এবং কৃতি স্যানন।
9/10

বলাইবাহুল্য ব্রেকফাস্টের টেবিলে একেবারেই পুষ্টিগুণে ভরপুর খাবার নিয়েই সময় কাটাচ্ছেন শর্মিলা পুত্র।
10/10

যাইহোক সব মিলিয়ে ক্রিসমাসের আগে একেবারেই অন্য মুডে পতৌদি পরিবার।
Published at : 20 Dec 2023 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
