এক্সপ্লোর
Saif Kareena: দু'বার সেফের বিয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন করিনা?
সেফ আলি-করিনা কপূর
1/8

শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়ে যান ফিল্ম ইন্ডাস্ট্রির ডিভা করিনা কপূর ও বলিউডের হটেস্ট হাঙ্ক সেফ আলি খান। এরপর, চার বছর তাঁরা ডেটিং করার পর ২০১২ সালে তাঁরা বিয়ে করেন। একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন সেফ ও করিনা। যখন তাঁরা 'তশন'-এর সেটে প্রথমবার কাজ করেন, তখন কেরিয়ারে স্ট্রাগল করছিলেন করিনা। তখনই দুজনে একে অপরের ঘনিষ্ঠ হন। সেফ তাঁকে সেই সময় প্রচণ্ড সাপোর্ট দিয়েছিলেন।
2/8

একটি সাক্ষাৎকারে করিনা খোলসা করেন, কীভাবে তিনি সেফের প্রেমে পড়েছিলেন। অভিনেত্রী বলেন, যখন আমার মনে হচ্ছিল, যে আমি পড়ে যাচ্ছি, সেফ আমাকে ধরে ফেলে। আমার সঙ্গে ওর আগেই দেখা হয়েছিল। কিন্তু, 'তশন'-এর সময় অনেক কিছু বদলে যেতে শুরু করে। ও ভীষণ অ্যাক্টিভ ছিল। আমার মনে আছে লাদাখ ও জয়সলমেরে আমরা দুজনে একসঙ্গে বাইকে করে লং ড্রাইভে যেতাম। আমরা একে অপরের সঙ্গে প্রচুর কথা বলতাম। করিনা জানিয়েছেন, নিজেকে ভালবাসতে শিখিয়েছিল সেফ।
Published at : 03 Mar 2021 11:58 AM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















