এক্সপ্লোর
KK’s Death: কে কে-র অকালমৃত্যুর জেরে নজরুল মঞ্চে কি চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে কলেজ ফেস্ট?

কে কে
1/10

একদিন আগেও পোস্ট করেছিলেন অনুষ্ঠানের ছবি। আর একদিন পরই সেখানে শেষকৃত্যের সময়সূচী। কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের পোস্ট দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।
2/10

সেখানে পোস্ট করা হয়েছে কোন সময়ে অনুরাগীরা অন্তিম দর্শন করতে পারবেন কে কে-র। কোন সময়ই বা শেষযাত্রা সম্পন্ন হবে তাঁর।
3/10

গতকাল কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন কে কে। হোটেলে ফিরে অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
4/10

কে কে-র মৃত্যুর জেরে প্রশ্ন উঠেছে নজরুল মঞ্চের ব্যবস্থাপনায়। তাই কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে আগামী দিনে নজরুল মঞ্চে কলেজ ফেস্ট আয়োজনের ক্ষেত্রে।
5/10

শুধু তাই নয়, অনুষ্ঠানের হলে কত জন দর্শক ধরার জায়গা ছিল, কত জনকে ঢুকতে দেওয়া হয়েছিল, কত টনের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র চলছিল, অত সংখ্যক মানুষের জমায়েতের জন্য তা আদৌ কার্যকর ছিল কিনা, অনুষ্ঠান হলের ভিতর অক্সিজেনের মাত্রা কত ছিল, তাও প্রশ্নের মুখে পড়েছে।
6/10

এর ফলে আগামী দিনে নজরুল মঞ্চে কলেজ ফেস্ট চিরকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ হয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি।
7/10

কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু, তা খতিয়ে দেখছে পুলিশ। কে কে-র সহকারী এবং হোটেল কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজও।
8/10

সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওয় দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কে কে। তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একইসঙ্গে অডিটোরিয়ামের এসি কাজ করছিল না বলেও জানান কে কে।
9/10

শোনা যাচ্ছে, 'নজরুল মঞ্চে বাতানুকূল যন্ত্র কাজ করছিল না। প্রচণ্ড ঘামছিলেন কে কে, অনুষ্ঠান চলাকালীন সেই কথা জানানও তিনি।' বদ্ধ অডিটোরিয়াম ও দর্শকাসনের থেকে বেশি সংখ্যক শ্রোতা হাজির হওয়ায় পরিস্থিতি বেসামাল হয়ে যায়। গোটা ঘটনায় নজরুল মঞ্চ কর্তৃপক্ষের ওপরে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেক নেটিজেনই। তবে অসুস্থ বোধ করলেও অনুষ্ঠান শেষ করেন তিনি। সাময়িক বিশ্রাম নিয়ে ফের মঞ্চে ফেরেন। হাসিমুখে শেষ করেন অনুষ্ঠান।
10/10

জানা গিয়েছে, এদিন সন্ধের কিছু পরে কলকাতা থেকে মুম্বই এসে পৌঁছয় সঙ্গীতশিল্পী কে কে-র মরদেহ। ৭৭৩ নম্বর বিমানে মুম্বই পৌঁছয় দেহ। এরপর একটি অ্যাম্বুলেন্স পৌঁছয় বিমানবন্দরে। উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং আত্মীয়রা। সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে সেই অ্যাম্বুলেন্সে করেই সঙ্গীতশিল্পীর বাসভবনে পৌঁছয় কে কে-র মৃতদেহ। তাঁর অ্যাপার্টমেন্টের হলেই রাখা হবে তাঁকে। সেখানেই শেষশ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগী থেকে তারকারা। আগামীকাল ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে কে কে-র। শেষকৃত্যে একাধিক তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
Published at : 02 Jun 2022 12:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
