এক্সপ্লোর
Viral News: আম্বানিদের স্কুলে ভিড় তারকাসন্তানদের, ফি শুনলে ভিরমি খাবেন যে কেউ
Dhirubhai Ambani International School: সাধারণের ধরাছোঁয়ার বাইরে। স্কুলের বার্ষিক ফি দিয়ে দিব্যি ফ্ল্যাট হয়ে যাবে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
1/10

একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে এত শোরগোলের কী আছে, প্রশ্ন তুলছিলেন অনেকে। কিন্তু মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে হইচইয়ের কারণ বুঝতে সময় লাগেনি বেশি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
2/10

নায়ানগরীর বুকে ঝাঁ চকচকে স্কুল আম্বানিদের। আম জনতার ঢোকার সাধ্যই নেই সেখানে। কোটিপতি, তারকাসন্তানরাই ওই স্কুলে পড়ার সুযোগ পান। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
Published at : 21 Dec 2023 03:29 PM (IST)
আরও দেখুন






















