এক্সপ্লোর
Viral News: আম্বানিদের স্কুলে ভিড় তারকাসন্তানদের, ফি শুনলে ভিরমি খাবেন যে কেউ
Dhirubhai Ambani International School: সাধারণের ধরাছোঁয়ার বাইরে। স্কুলের বার্ষিক ফি দিয়ে দিব্যি ফ্ল্যাট হয়ে যাবে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
![Dhirubhai Ambani International School: সাধারণের ধরাছোঁয়ার বাইরে। স্কুলের বার্ষিক ফি দিয়ে দিব্যি ফ্ল্যাট হয়ে যাবে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/c9e030e05c667c69e695590a412e6c4e1703152394467338_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
1/10
![একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে এত শোরগোলের কী আছে, প্রশ্ন তুলছিলেন অনেকে। কিন্তু মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে হইচইয়ের কারণ বুঝতে সময় লাগেনি বেশি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880021cf0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে এত শোরগোলের কী আছে, প্রশ্ন তুলছিলেন অনেকে। কিন্তু মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে হইচইয়ের কারণ বুঝতে সময় লাগেনি বেশি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
2/10
![নায়ানগরীর বুকে ঝাঁ চকচকে স্কুল আম্বানিদের। আম জনতার ঢোকার সাধ্যই নেই সেখানে। কোটিপতি, তারকাসন্তানরাই ওই স্কুলে পড়ার সুযোগ পান। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/799bad5a3b514f096e69bbc4a7896cd99687a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নায়ানগরীর বুকে ঝাঁ চকচকে স্কুল আম্বানিদের। আম জনতার ঢোকার সাধ্যই নেই সেখানে। কোটিপতি, তারকাসন্তানরাই ওই স্কুলে পড়ার সুযোগ পান। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
3/10
![করিনা কপূর-সইফ আলি খানের ছেলে তৈমুর, শাহিদ কপূরের মেয়ে মিশা ও ছেলে জেন, কর্ণ জোহরের দুই সন্তান-রুহি ও যশ, ঐশ্বর্যা রাই-অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা, শাহরুখ খানের ছেলে অ্যাব্রাম ওই স্কুলে পড়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/156005c5baf40ff51a327f1c34f2975b227f9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করিনা কপূর-সইফ আলি খানের ছেলে তৈমুর, শাহিদ কপূরের মেয়ে মিশা ও ছেলে জেন, কর্ণ জোহরের দুই সন্তান-রুহি ও যশ, ঐশ্বর্যা রাই-অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা, শাহরুখ খানের ছেলে অ্যাব্রাম ওই স্কুলে পড়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
4/10
![বার্ষিক অনুষ্ঠানে নাচ-গান, নাটকে অংশ নিয়েছিল তারকা-সন্তানরা। তাদের সেই ছবি-ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/d0096ec6c83575373e3a21d129ff8fefc70b0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বার্ষিক অনুষ্ঠানে নাচ-গান, নাটকে অংশ নিয়েছিল তারকা-সন্তানরা। তাদের সেই ছবি-ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
5/10
![একই সঙ্গে ওই স্কুলের ছেলেমেয়েকে পাঠানোর খরচ-খরচা নিয়েও কৌতূহল দেখা দেয়। সাধারণ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে কিনা স্কুলটি, ওঠে প্রশ্ন, এই কৌতূহল যদিও অমূলক নয় একেবারেই। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/032b2cc936860b03048302d991c3498ff80cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একই সঙ্গে ওই স্কুলের ছেলেমেয়েকে পাঠানোর খরচ-খরচা নিয়েও কৌতূহল দেখা দেয়। সাধারণ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে কিনা স্কুলটি, ওঠে প্রশ্ন, এই কৌতূহল যদিও অমূলক নয় একেবারেই। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
6/10
![কিন্তু চারপাশের অনেক কিছুর মতোই, ধীরুভাই আম্বানি স্কুল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেখানে ছেলেমেয়েকে পড়ানোর খরচের কথা কল্পনাও করতে পারি না আমরা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/18e2999891374a475d0687ca9f989d8308f4e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কিন্তু চারপাশের অনেক কিছুর মতোই, ধীরুভাই আম্বানি স্কুল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেখানে ছেলেমেয়েকে পড়ানোর খরচের কথা কল্পনাও করতে পারি না আমরা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
7/10
![আম্বানিদের ওই স্কুলে পঠনপাঠনের মান আন্তর্জাতিক স্তরের। স্কুলের মাসিক ফি শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা ফি গুনতে হয়। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/fe5df232cafa4c4e0f1a0294418e566050d7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আম্বানিদের ওই স্কুলে পঠনপাঠনের মান আন্তর্জাতিক স্তরের। স্কুলের মাসিক ফি শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা ফি গুনতে হয়। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
8/10
![অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাসিক ফি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত মাসে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা করে গুনতে হয় ফি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/8cda81fc7ad906927144235dda5fdf1509093.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাসিক ফি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত মাসে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা করে গুনতে হয় ফি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
9/10
![করিনা কপূরের ছেলে তৈমুরের কথাই যদি ধরা হয়, মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা গুনতে হয় তার মা-বাবাকে। অর্থাৎ বছরে তৈমুরের স্কুলের ফি-ই শুধু ২০ লক্ষ ৪০ হাজার টাকা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/8df7b73a7820f4aef47864f2a6c5fccf44fa0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
করিনা কপূরের ছেলে তৈমুরের কথাই যদি ধরা হয়, মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা গুনতে হয় তার মা-বাবাকে। অর্থাৎ বছরে তৈমুরের স্কুলের ফি-ই শুধু ২০ লক্ষ ৪০ হাজার টাকা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
10/10
![দেশের একাধিক জায়গায় ওই টাকায় আস্ত একটি ফ্ল্যাট কেনা সম্ভব আজও। তাই তারকাসন্তানদের মতো নামী স্কুলে পড়ার সুযোগ পায় না সাধারণ পরিবারের ছেলেমেয়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/21/62bf1edb36141f114521ec4bb417557975cc3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশের একাধিক জায়গায় ওই টাকায় আস্ত একটি ফ্ল্যাট কেনা সম্ভব আজও। তাই তারকাসন্তানদের মতো নামী স্কুলে পড়ার সুযোগ পায় না সাধারণ পরিবারের ছেলেমেয়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
Published at : 21 Dec 2023 03:29 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)