এক্সপ্লোর
Koel Mallick: সিঁদুরখেলা থেকে শুরু করে বিসর্জন, কোয়েলের দশমী উদযাপনের ছবি
Koel Mallick on Puja: এই কটা দিন তিনি নায়িকা নন, এক্কেবারে ঘরের মেয়ে। বাবা, মা, স্বামী, সন্তানের সঙ্গে ঝরঝরিয়ে সময় কেটে যায় কোয়েলের। বিয়ের আগে থেকেই নাকি তিনি অপেক্ষা করতেন সিঁদুর খেলার
সিঁদুরখেলা থেকে শুরু করে বিসর্জন, কোয়েলের দশমী উদযাপনের ছবি
1/9

তবে এর মধ্যে নজর কেড়েছে একটি ছবি। বিসর্জনে যাওয়ার পথে হাঁটছেন কোয়েল। আর তিনি ২ হাত দিয়ে ধরে রয়েছে তাঁর জীবনের দুই পুরুষকে। এক হাতে কোয়েল ধরে রয়েছেন বাবা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)-এর হাত। অন্যহাতে স্বামী নিসপাল সিং রানে (Nishpal Singh Rane)-র হাত।
2/9

গোটা পুজো বাড়ির সবার সঙ্গে হাসি, আড্ডা আর তার মধ্যেই চলে আচার অনুষ্ঠান পালন। বিজয়া সেই সমস্ত আনন্দের যেন সাময়িক ইতি।
Published at : 06 Oct 2022 03:10 PM (IST)
আরও দেখুন






















