এক্সপ্লোর
New Bengali Movie: স্বাধীনতার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্য়ায় নিয়ে আসছে 'বিনয় বাদল দীনেশ ৮/১২'

'বিনয় বাদল দীনেশ ৮/১২'
1/7

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্য়ায় নিয়ে আসতে চলছে নতুন বাংলা ছবি বিনয় বাদল দীনেশ ৮/১২।
2/7

বীর স্বাধীনতা সংগ্রামী বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর স্মরণীয় অবদানকে উপজীব্য করে তৈরি হয়েছে এই ছবি।
3/7

ছবিটির পরিচালনা করেছেন পরিচালক অরুণ রায়।
4/7

এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়,সুমন বোসকে।
5/7

অন্যান্য চরিত্রে রয়েছেন অনুষ্কা চক্রবর্তী, বিপাশা সাহা সহ একাধিক অভিনেতারা।
6/7

ছবির পোস্টার ইতিমধ্য়েই পছন্দ করেছে দর্শক।
7/7

তবে 'বিনয় বাদল দীনেশ ৮/১২' মানুষের কতটা ভাললাগে, অপেক্ষা সেটাই দেখার।
Published at : 23 Apr 2021 09:02 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
