এক্সপ্লোর
'Laapataa Ladies' Fame Sparsh Shrivastava: 'লাপতা লেডিজ' নয়, নাচ দিয়ে শুরু, পর্দার 'দীপক' ওরফে স্পর্শ কাজ করেছেন একগুচ্ছ ধারাবাহিক, সিরিজে
Sparsh Shrivastava: 'লাপতা লেডিজ' ছবির দীপক নজর কেড়েছেন দর্শকের। তাঁর চোখে প্রেম, দুঃখ, আবেগ দেখে বারবার মন গলেছে সাধারণ মানুষের। এর আগে কোথায় দেখা গেছে তাঁর অভিনয়?
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10

কিরণ রাও পরিচালিত 'লাপতা লেডিজ' এখন জনমুখে প্রচারিত। ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ সকলেই। প্রেক্ষাগৃহে জনপ্রিয়তা লাভের পর ওটিটি মুক্তি পায় এই ছবি, সেখানে আরও বেশি ভালবাসা পেয়েছে এই ছবি। মুখ্য চরিত্র দীপক হিসেবে স্পর্শ শ্রীবাস্তবও নজর কেড়েছেন। ছবি: ইনস্টাগ্রাম
2/10

একেবারে আনকোরা মনে হলেও এর আগেও কাজ করেছেন স্পর্শ। কর্মজীবনের একেবারে শুরুর দিকে একটি ডিজনির শোয়ে কাজ করেছেন তিনি। টিভি সিরিজ 'শেক ইট আপ'-এ অভিনয় করেছিলেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম
Published at : 07 May 2024 07:22 AM (IST)
আরও দেখুন






















