এক্সপ্লোর
Malaika Arora: ‘মনে হল যেন আগের দিনগুলিতে ফিরে গিয়েছি’ বিচ্ছেদের পর আরবাজকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন মালাইকা!
Bollywood Updates: সম্পর্কের সুতোয় টান পড়েছিল। তাই কেটে বেরিয়ে আসেন দু'জনে। কিন্তু কিছু কি রয়ে গিয়েছে বাকি!
আরবাজকে নিয়ে যা বললেন মালাইকা।
1/10

প্রায় দু’দশকের দাম্পত্যে ইতি পড়েছে আগেই। দেখা-সাক্ষাতও হয় না সে ভাবে। যে টুকু যোগাযোগ, তা শুধুমাত্র ছেলের জন্য। তাও মুহূর্তের জন্য অতীতে ফিরে গিয়েছিলেন মালাইকা আরোরা। দুঃসময়ে প্রাক্তন স্বামী আরবাজ খানকে পাশে পেয়ে সুখস্মৃতিতেই ভেসে গিয়েছিলেন।
2/10

বরাবরই নিজের জীবন নিয়ে খোলামেলা মালাইকা। আরও কাছ থেকে তাঁকে জানতে, বুঝতে পারেন যাতে দর্শক, তার জন্য ‘মুভিং ইন উইথ মালাইকা’ রিয়্যালিটি শো সুরু করেছেন। সেখানে পরিচালক ফারহা খানকে একান্ত ব্যক্তিগত প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
Published at : 06 Dec 2022 08:21 AM (IST)
আরও দেখুন






















