এক্সপ্লোর
Malini Sharma Birthday: প্রথম ছবিতেই সাড়া জাগানো সাফল্য, বাঙালি তারকার সঙ্গে বিবাহবিচ্ছেদ, অন্তরালে ‘রাজ’ ছবির মালিনী
Celebrities' Birthdays: দুই দশকেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে। আজও তাঁকে মনে রেখেছেন দর্শক। অভিনেত্রী মালিনী শর্মার জন্মদিনে তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন।
অন্তরালে মালিনী শর্মা।
1/10

ভূতের ছবি দেখার কথা উঠলেই সবার আগে মাথায় আসে ‘রাজ’ ছবির কথা, বিশেষ করে নয়ের দশকের আশেপাশে জন্ম যাঁদের। ঘরে বসে একা আজও ওই ছবি দেখার সাহস পান না অনেকে।
2/10

এত বছর পরও ছবির জনপ্রিয়তা টাল খায়নি। বিপাশা বসু, ডিনো মোরিয়াও রয়ে গিয়েছেন দর্শকের মনে। কিন্তু ছবিতে নায়কের জীবনের দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করা মালিনী শর্মার খবর জানেন না কেউই।
Published at : 05 Jan 2023 09:29 PM (IST)
আরও দেখুন






















