এক্সপ্লোর
Mimi Chakraborty: প্রতিমা আসতেই মণ্ডপে হাজির, ঢাক বাজিয়ে, গল্পে-আড্ডায় পুজো শুরু মিমির
Mimi Chakraborty News: মিমির আবাসনে বেশ বড় করে দুর্গাপুজো হয়। পুজোর প্রত্যেকটা দিনই সেই পুজোয় সামিল থাকেন মিমি।
ছবির প্রচারের ব্যস্ততা সামলেই বাড়ির পুজোর ঢাকে কাঠি, মিমি যেন ঘরের মেয়ে
1/10

তিলোত্তমা মেতে উঠেছে শারদ উৎসবে। আজ ষষ্ঠী। তবে এখন মহালয়া থেকেই কার্যত ঠাকুর দেখার জনজোয়ার নামে পথে।
2/10

গত কয়েকটা বছর এই ছবি দেখতেই অভ্যস্থ হয়ে পড়েছে শহর। এই পুজোতেই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি, আর প্রচারের ব্যস্ততা সামলে, বাড়ির পুজোয় সামিল মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
Published at : 20 Oct 2023 01:48 PM (IST)
আরও দেখুন






















