এক্সপ্লোর
In Pics: গোয়ায় ব্যাচেলরেট পার্টি! মৌনীর বিয়ে ঘিরে জল্পনা তুঙ্গে
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/42af2dd2ce9a30684a44e692babe70f3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মৌনী রায়। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সংগৃহীত।
1/10
![বলিউডে পা রাখার আগে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে বদলে গিয়েছেন মৌনাী রায়। প্রেম-বিয়ে কোনও কিছু নিয়েই রা কাড়েন না তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/ae566253288191ce5d879e51dae1d8c302962.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডে পা রাখার আগে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ছিলেন তিনি। কিন্তু গত কয়েক বছরে বদলে গিয়েছেন মৌনাী রায়। প্রেম-বিয়ে কোনও কিছু নিয়েই রা কাড়েন না তিনি।
2/10
![তবে প্রেমিক সুরজ নমবিয়ারের সঙ্গে বিয়ের জল্পনা এ বার উস্কে দিলেন খোদ মৌনীই। গোয়ায় কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/18e2999891374a475d0687ca9f989d8325564.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে প্রেমিক সুরজ নমবিয়ারের সঙ্গে বিয়ের জল্পনা এ বার উস্কে দিলেন খোদ মৌনীই। গোয়ায় কাছের বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
3/10
![ইনস্টাগ্রামে গোয়া থেকে যে ছবি পোস্ট করেছেন তিনি, তাতে তিনি বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টি করছেন বলেই মনে করছেন অভিনেত্রীর অনুরাগীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/8cda81fc7ad906927144235dda5fdf1506439.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইনস্টাগ্রামে গোয়া থেকে যে ছবি পোস্ট করেছেন তিনি, তাতে তিনি বন্ধুদের সঙ্গে ব্যাচেলরেট পার্টি করছেন বলেই মনে করছেন অভিনেত্রীর অনুরাগীরা।
4/10
![গোয়া থেকে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তাতে টেলি অভিনেত্রী আশকা গোরাডিয়াকেও দেখা গিয়েছে। আশকা হলেন মৌনীর কাছের বন্ধু।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/fe5df232cafa4c4e0f1a0294418e56607ae19.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোয়া থেকে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। তাতে টেলি অভিনেত্রী আশকা গোরাডিয়াকেও দেখা গিয়েছে। আশকা হলেন মৌনীর কাছের বন্ধু।
5/10
![গোয়াতেই থাকেন আশকা। প্রায়শই সেখানে যান মৌনী। কিন্তু এ বারে সেখানে যাওয়ার কারণ বিয়ের আগে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে নেওয়াই বলে মনে করছেন মৌনীর অনুরাগীরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/032b2cc936860b03048302d991c3498f700de.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গোয়াতেই থাকেন আশকা। প্রায়শই সেখানে যান মৌনী। কিন্তু এ বারে সেখানে যাওয়ার কারণ বিয়ের আগে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করে নেওয়াই বলে মনে করছেন মৌনীর অনুরাগীরা।
6/10
![অভিনেত্রী যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি । তবে একটি ছবিতে তাঁর এক বান্ধবীর হাতে 'আমার রাজপুত্র কই' লেখা প্রপও চোখে পড়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/799bad5a3b514f096e69bbc4a7896cd986110.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেত্রী যদিও এ নিয়ে কোনও মন্তব্য করেননি । তবে একটি ছবিতে তাঁর এক বান্ধবীর হাতে 'আমার রাজপুত্র কই' লেখা প্রপও চোখে পড়েছে।
7/10
![এর আগে অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন মৌনী। তবে বিগত কয়েক বছর ধরে তিনি সুরজ নমবিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/d0096ec6c83575373e3a21d129ff8fef45b1d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে অভিনেতা গৌরব চোপড়ার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন মৌনী। তবে বিগত কয়েক বছর ধরে তিনি সুরজ নমবিয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়।
8/10
![সুরজ পেশায় ব্য়াঙ্কার। দুবাইয়ে নিজের ব্য়বসাও রয়েছে। প্রায়শই দুবাই থেকে ছবি পোস্ট করেন মৌনী। তাতে সুরজ কমেন্টও করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/156005c5baf40ff51a327f1c34f2975b08209.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুরজ পেশায় ব্য়াঙ্কার। দুবাইয়ে নিজের ব্য়বসাও রয়েছে। প্রায়শই দুবাই থেকে ছবি পোস্ট করেন মৌনী। তাতে সুরজ কমেন্টও করেন।
9/10
![তবে মোনী এবং সুরজ, দু'জনেই প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে গোয়া থেকে মৌনীর পোস্ট করা ছবিই তাঁদের সম্ভাব্য বিয়ে নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/30e62fddc14c05988b44e7c02788e187f5ccf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে মোনী এবং সুরজ, দু'জনেই প্রকাশ্যে এ নিয়ে মন্তব্য করতে নারাজ। তবে গোয়া থেকে মৌনীর পোস্ট করা ছবিই তাঁদের সম্ভাব্য বিয়ে নিয়ে জল্পনা উস্কে দিয়েছে।
10/10
![আগামী বছর মৌনী অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মুক্তি পাচ্ছে। তার আগেই বঙ্গতনয়া মৌনী সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যাচ্ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c488000d93f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী বছর মৌনী অভিনীত 'ব্রহ্মাস্ত্র' ছবিটি মুক্তি পাচ্ছে। তার আগেই বঙ্গতনয়া মৌনী সাতপাকে বাঁধা পড়বেন বলে শোনা যাচ্ছে।
Published at : 18 Dec 2021 09:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)