এক্সপ্লোর
National Doctor's Day 2022: সিলভার স্ক্রিনে ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন এই তারকারা, দেখুন ছবিতে

করিনা কাপুর
1/10

আজ National Doctor's Day। এই বিশেষ দিনে একঝলকে দেখে নেওয়া যাক কোন কোন অভিনেতা বড়পর্দায় ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন।
2/10

করিনা কাপুর খানকে বেশ কয়েকটি হিন্দি ছবিতে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। প্রথমে মনে পড়ে 'থ্রি ইডিয়টস' ছবির কথা।
3/10

এর পাশাপাশি 'উড়তা পাঞ্জাব' এবং 'কিঁউ কি' ছবিতেও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন বেবো।
4/10

হালফিলে পর্দার ডাক্তার চরিত্র হিসেবে নজর কেড়েছেন শাহিদ কাপুর। দক্ষিণী ছবি 'অর্জুন রেড্ডি'-র হিন্দি রিমেক 'কবীর সিং'-এ চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে শাহিদকে।
5/10

মুন্নাভাই এমবিবিএস- রাজকুমার হিরানির এই ছবি এবং মুন্না-সার্কিটের জুটি আজীবন মনে রাখবেন দর্শকরা। এখানে ডাক্তারের ভূমিকায় দেখা গিয়েছিল সঞ্জয় দত্তকে।
6/10

শুধু সঞ্জয় দত্ত নন, সার্কিটের চরিত্রে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিলেন আরশাদ ওয়ারসিও।
7/10

এই ছবিতেই ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আর এক অভিনেত্রীকে। তিনি হলেন গ্রেসি সিং। এছাড়াও বোমান ইরানি চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছিলেন মুন্নাভাই এমবিবিএস সিনেমায়।
8/10

'কল হো না হো' ছবিতে ডাক্তারের চরিত্রে নজর কেড়েছিলেন সোনালি বেন্দ্রে। 'হাম সাথ সাথ হ্যায়' ছবিতেও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছিলেন সোনালি।
9/10

বলিউডের রোম্যান্স কিং শাহরুখ খানও ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন সিলভার স্ক্রিনে। 'ডিয়াল জিন্দেগি' ছবিতে চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে কিং খানকে। তাঁর চরিত্রের নাম ছিল জাহাঙ্গির খান।
10/10

অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না অভিনীত ব্লকবাস্টার ছবি 'আনন্দ'- এ চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। বিগ বি'র চরিত্রের নাম ছিল ডক্টর ভাস্কর ব্যানার্জি।
Published at : 01 Jul 2022 09:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
