এক্সপ্লোর
Advertisement

Nawazuddin Siddiqui: মিটমাট করে নিয়েছিলেন স্ত্রীর সঙ্গে, ফের কি টালমাটাল নওয়াজের দাম্পত্য?
Bollywood News: বিয়ে-সংসার নিয়ে নওয়াজের মন্তব্য ঘিরে জোর চর্চা। -ফাইল চিত্র।

—ফাইল চিত্র।
1/10

তিক্ততা ভুলে নতুন সূচনা ঘটেছিল। স্ত্রী আলিয়া সিদ্দিকির সঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকির মিটমাট হয়ে গিয়েছিল বলে খবর আসে। আলিয়া নিজেই তেমন ইঙ্গিত দেন। কিন্তু আবারও তাঁদের দাম্পত্য নিয়ে চর্চা শুরু হল।
2/10

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে, দাম্পত্য নিয়ে নিজের মতামত জানিয়েছেন নওয়াজ। সেখানে বিয়ে এবং ভালবাসা নিয়ে কিছু মন্তব্য করেছেন তিনি, যা নতুন করে তাঁর ব্যক্তিগত জীবনকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
3/10

জীবনে বিয়ের প্রয়োজনীয়তা কতটা, সকলের কি বিয়ে করা উচিত, নওয়াজের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের জবাবে নওয়াজ জানান, দু'জন মানুষ পরস্পরকে ভালবাসলেই হল। বিয়ের কোনও প্রয়োজন নেই। বিয়ের পর ভালবাসা উবে যায় বলেও মন্তব্য করেন তিনি।
4/10

নওয়াজের কথায়, "বিয়ে করা উচিত নয়। বিয়ে করার প্রয়োজন কী? কাউকে ভালবাসলে, বিয়ে না করেও সেই ভালবাসা মজবুত হতে পারে। বিয়ে হয়ে গেলে একে অপরের গুরুত্ব খেলো হয়ে যায়। সামনের মানুষটি টেকেন ফর গ্রান্টেড হয়ে যান।"
5/10

নওয়াজ বলেন, "বিয়ে না হয়ে থাকলে পরস্পরকে আরও বেশি ভালবাসা যায়। কিন্তু বিয়ে হয়ে গেলে, ভালবাসা কমতে থাকে, উবে যায় একসময়।"
6/10

বয়স ২০-র ঘরে ঢুকলেই ভারতীয় সমাজে বিয়ের জন্য তাড়া দেওয়া হয়। কিন্তু নওয়াজের মতে, সমাজ মানুষকে ওই ভাবে ভাবতে শিখিয়েছে। ভালবাসা এবং বিয়েতেই সর্বসুখ বলে মনে করা হয়। কিন্তু একটা সময় পর শুধুমাত্র কাজই সুখ দেয়।
7/10

নওয়াজের এই মন্তব্য নিয়েই চর্চা শুরু হয়েছে। কারণ নওয়াজ এবং তাঁর স্ত্রী আলিয়ার সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। ২০০৯ সালে বিয়ে সারেন তাঁরা। দুই সন্তানও রয়েছে। কিন্তু ২০২০ সালে আলিয়া জানান, তিনি নওয়াজের থেকে বিবাহবিচ্ছেদ চাইছেন।
8/10

নওয়াজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও তোলেন আলিয়া। জানান, বাবা হিসেবে একেবারে দায়িত্বজ্ঞানহীন নওয়াজ। এমনকি নওয়াজ তাঁকে হুমকিও দিচ্ছিলেন বলে দাবি করেন।
9/10

সেই আবহে খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নওয়াজ। জানান, একতরফা মিথ্যে তথ্য ছড়াচ্ছেন আলিয়া। তাঁরা আলাদা থাকেন বলেও জানান নওয়াজ। সেই নিয়ে কম শোরগোল বাধেনি।
10/10

কিন্তু গত বছর .মার্চ মাসে, ১৪তম বিবাহবার্ষিকীতে একসঙ্গে দেখা যায় নওয়াজ এবং আলিয়াকে। একসঙ্গে বিবাহবার্ষিকী উদযাপন করেন তাঁরা। আলিয়া জানান, ছেলেমেয়ের কথা ভেবে ফের মিল করে নিয়েছেন তাঁরা। নওয়াজের সাম্প্রতিক মন্তব্যের জেরে ফের তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Published at : 27 Jun 2024 08:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
