এক্সপ্লোর
Tollywood Update: বৃষ্টি ভিজে ক্রিকেট খেলল টলিউড.. নীল-সৌরভ নাকি আয়ুষ, জিতল কোন দল?
Tollywood Cricket Match: ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পেয়েছে 'মিল্কশেক মাডার্স' ওয়েব সিরিজটি। সেই সিরিজের প্রচারেই আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট ম্যাচ।

তারকাখচিত ময়দান
1/11

তারকাখচিত ময়দান, দুই দলের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত করেছিল ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্ম। দুটি দলের নাম, 'মিল্কশেক মার্ডার্স' ও 'স্পাইডার্স ইলেভেন'
2/11

আসলে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আজ মুক্তি পেল 'মিল্কশেক মার্ডার্স' ওয়েব সিরিজটি। সেই সিরিজের প্রচারেই আয়োজন করা হয়েছিল এই ক্রিকেট ম্যাচ।
3/11

'মিল্কশেক মার্ডার্স'-এ প্রথমবার একই ওয়েব সিরিজে দেখা যাবে রিয়েল লাইফ কাপল নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) ও তৃণা সাহা (Trina Saha)-কে।
4/11

মোট দুটি ম্যাচ হয়েছিল 'মিল্কশেক মার্ডার্স' ও 'স্পাইডার্স ইলেভেন'-এর মধ্যে। এর মধ্যে একটি 'মিল্কশেক মার্ডার্স'-এর একটি ম্যাচের ক্যাপ্টেন ছিলেন নীল ভট্টাচার্য্য।
5/11

'মিল্কশেক মার্ডার্স'-এর অপর ম্যাচের ক্যাপ্টেন ছিলেন সৌরভ দাস। অন্যদিকে 'স্পাইডার্স ইলেভেন'-এর দুটি ম্যাচেরই ক্যাপ্টেন ছিলে আয়ুষ দাস।
6/11

দুটি ম্যাচেই জয়লাভ করে 'স্পাইডার্স ইলেভেন'। আয়ুষই ছিলেন সবচেয়ে ছোট ক্যাপ্টেন।
7/11

'স্পাইডার্স ইলেভেন'-এর দলে অন্যতম সেরা পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন এশা নন্দী। তিনিও ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ সদস্য।
8/11

এদিন ম্যাচ দেখতে হাজির ছিলেন দর্শনা বনিকও। তিনি ম্যাচ খেলেননি, কেবল দর্শকাসনে পৌঁছে গিয়েছিলেন স্বামী সৌরভ আর তাঁর দলকে উৎসাহ দেওয়ার জন্য।
9/11

বিজয়ী দলের জন্য ছিল ট্রফি ও পুরষ্কার। ম্যাচ শেষে সেই সমস্ত তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে।
10/11

এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবির প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে ক্রিকেট ম্যাচকেও। ইন্ডাস্ট্রির অনেক অভিনেতাই ক্রিকেটে বেশ পটু।
11/11

তবে এই দলের বিশেষত্ব ছিল, ছেলেদের পাশাপাশি মেয়েরাও অংশ নিয়েছিল এই ক্রিকেটে।
Published at : 19 Jul 2024 12:42 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
