এক্সপ্লোর
Nerve Movie: দুই বোনের জীবন যুদ্ধের গল্প শোনাবে সায়ন বসু চৌধুরীর 'নার্ভ'

আসছে 'নার্ভ'
1/8

ছবির মূলে এবার দুই বোন। ছবির পরতে পরতে ফুটে উঠবে তাদের জীবন যুদ্ধের কাহিনি। দুই বোনের জীবনের গল্প নিয়ে আসছেন পরিচালক সায়ন বসু চৌধুরী।
2/8

ছবির নাম 'নার্ভ'। সম্প্রতি ছবির নাম ঘোষণা করা হয় ছবি নির্মাতাদের তরফ থেকে। পরিকল্পনা অনুযায়ী এপ্রিল থেকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং।
3/8

এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন রূপসা মুখোপাধ্যায় ও অক্ষয় গুপ্তা। এই ছবির হাত ধরেই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন অক্ষয় গুপ্তা। দুই বোনের এক অন্য ধারার কাহিনি ফুটে উঠবে এই ছবিতে।
4/8

অতিথি শিল্পী হিসেবে ছবিতে উপস্থিত থাকবেন অভিনেতা ইশান মজুমদার ও অনন্যা গুহ। এছাড়াও ছবির অন্যান্য একাধিক চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য, সাথী মুখোপাধ্যায় এবং শুভজিৎ আদগিরি।
5/8

ছবিতে রূপসাকে অভিনয় করতে দেখা যাবে সম্রাজ্ঞী নামক চরিত্রে। ঋত্বিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যার চরিত্রটি প্যারালাইজড। তাঁকে দেখা যাবে হুইল চেয়ারে বসে থাকতে। হাঁটতে পারে না তাঁর চরিত্র।
6/8

ছবিতে রূপসাকে অভিনয় করতে দেখা যাবে সম্রাজ্ঞী নামক চরিত্রে। ঋত্বিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে। ছবিতে অনন্যার চরিত্রটি প্যারালাইজড। তাঁকে দেখা যাবে হুইল চেয়ারে বসে থাকতে। হাঁটতে পারে না তাঁর চরিত্র।
7/8

কিন্তু সময়ের গতিপথে কারও কোনও নিয়ন্ত্রণ নেই। সময় কোন দিকে নিয়ে যাবে এই তিনজন মানুষের ভাগ্যকে? লড়াই করতে করতে এক সময় কি ভাগ্যের কাছে হেরে যাবে তারা? এই সব প্রশ্নের উত্তর নিয়েই আসতে চলেছে 'নার্ভ'।
8/8

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত মিত্র। ছবিটি মুক্তি পাবে 'রাধে কৃষ্ণ ফিল্মস'-এর ব্যানারে আদেশ আগরওয়ালের প্রযোজনায়।
Published at : 27 Mar 2022 10:06 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
