এক্সপ্লোর
Bengali Theatre: নিউটাউনের বুকে স্বপ্ন দেখাচ্ছে 'থিয়েটারওয়ালা'-রা, বলছে, 'প্রেমে পড়া বারণ'
Entertainment News Update: নিউটাউনের বুকে, থিয়েটার নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন দল, নিউটাউন থিয়েটারওয়ালা।
![Entertainment News Update: নিউটাউনের বুকে, থিয়েটার নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন দল, নিউটাউন থিয়েটারওয়ালা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/c08dbfa0af36b97014e3a5d6870859eb171613254878649_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিউটাউনের বুকে, থিয়েটার নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন দল, নিউটাউন থিয়েটারওয়ালা।
1/10
![টলিউড থেকে শুরু করে বলিউড, অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীদেরই শিকড় জড়িয়ে থিয়েটারের মঞ্চের সঙ্গে। স্বর্ণযুগ থেকে শুরু করে বর্তমান, পর্দায় যাঁরা প্রশংসিত, তাঁদের খ্যাতি রয়েছে থিয়েটারের মঞ্চেও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/ddf4e007645492115a62c85965d597490da95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টলিউড থেকে শুরু করে বলিউড, অনেক নামকরা অভিনেতা অভিনেত্রীদেরই শিকড় জড়িয়ে থিয়েটারের মঞ্চের সঙ্গে। স্বর্ণযুগ থেকে শুরু করে বর্তমান, পর্দায় যাঁরা প্রশংসিত, তাঁদের খ্যাতি রয়েছে থিয়েটারের মঞ্চেও।
2/10
![তবে কলকাতার বুকে যা যা থিয়েটারের দল বা সংস্থা রয়েছে তার বেশিরভাগই উত্তর বা মধ্য কলকাতায়। কিন্তু নিউটাউনের বুকে, থিয়েটার নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন দল, নিউটাউন থিয়েটারওয়ালা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/b454930d7111b460b108e16ac26d9ebd3ea3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে কলকাতার বুকে যা যা থিয়েটারের দল বা সংস্থা রয়েছে তার বেশিরভাগই উত্তর বা মধ্য কলকাতায়। কিন্তু নিউটাউনের বুকে, থিয়েটার নিয়ে স্বপ্ন দেখাচ্ছে নতুন দল, নিউটাউন থিয়েটারওয়ালা।
3/10
![ইতিমধ্যেই একাধিক নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করে ফেলেছে এই দল। দর্শকদের কাছে তা প্রশংসিতও হয়েছে। অনেক উৎসাহীরা যোগও দিয়েছেন এই দলে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/9b28beb89c9e6e180f9ddabc359ab3e17d881.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ইতিমধ্যেই একাধিক নাটক প্রযোজনা ও মঞ্চস্থ করে ফেলেছে এই দল। দর্শকদের কাছে তা প্রশংসিতও হয়েছে। অনেক উৎসাহীরা যোগও দিয়েছেন এই দলে।
4/10
![এই দলটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন নাট্যকর্মী তমাল চট্টোপাধ্যায়। তিনি দীর্ঘদিন কলকাতার বিভিন্ন দলে, কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। তবে এবার একেবারে মৌলিকভাবে নাটক নিয়ে কাজ করছেন তমাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/ab3a3e8564eb90680b623db99595f95a758f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই দলটির পরিচালনায় দায়িত্বে রয়েছেন নাট্যকর্মী তমাল চট্টোপাধ্যায়। তিনি দীর্ঘদিন কলকাতার বিভিন্ন দলে, কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। তবে এবার একেবারে মৌলিকভাবে নাটক নিয়ে কাজ করছেন তমাল
5/10
![নিউটাউনে যেহেতু আর উল্লেখযোগ্য কোনও নাটকের দল নেই, সেই কারণেই নতুন, অভিনয়ে আগ্রহী ছেলেমেয়েদের সুযোগ করে দিতে চান তমাল। ইতিমধ্যেই একাধিক নাটক প্রযোজনা ও মঞ্চস্থও করে ফেলেছে নিউটাউন থিয়েটারওয়ালা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/a177df2367f70f51ec1eaa3096a07d1c07faa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিউটাউনে যেহেতু আর উল্লেখযোগ্য কোনও নাটকের দল নেই, সেই কারণেই নতুন, অভিনয়ে আগ্রহী ছেলেমেয়েদের সুযোগ করে দিতে চান তমাল। ইতিমধ্যেই একাধিক নাটক প্রযোজনা ও মঞ্চস্থও করে ফেলেছে নিউটাউন থিয়েটারওয়ালা।
6/10
![সদ্য এই দলের প্রযোজনায় একটি নাটক মঞ্চস্থ হয়েছে, ‘প্রেমে পড়া বারণ’। প্রেমের নাটক হলেও, থিয়েটারের রীতি মেনে এই নাটকেও নিপুণ হাতে আঁকা হয়েছে সমাজের একটি বাস্তব চিত্র।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/a6deb8adbd304ba58be647584de742390f9f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য এই দলের প্রযোজনায় একটি নাটক মঞ্চস্থ হয়েছে, ‘প্রেমে পড়া বারণ’। প্রেমের নাটক হলেও, থিয়েটারের রীতি মেনে এই নাটকেও নিপুণ হাতে আঁকা হয়েছে সমাজের একটি বাস্তব চিত্র।
7/10
![এর আগে, একটি ক্লোজ় ডোর অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছিল এই নাটকটি। সাধারণ দর্শকদের জন্য এই নাটক মঞ্চস্থ হওয়ার পরে প্রশংসাই পেয়েছিল। অভিনয় না করলেও, পরিচালনার দায়িত্বে ছিলেন তমাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/9088857102bf8bdd87daa9ef367252a8cce2e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে, একটি ক্লোজ় ডোর অনুষ্ঠানে মঞ্চস্থ হয়েছিল এই নাটকটি। সাধারণ দর্শকদের জন্য এই নাটক মঞ্চস্থ হওয়ার পরে প্রশংসাই পেয়েছিল। অভিনয় না করলেও, পরিচালনার দায়িত্বে ছিলেন তমাল
8/10
![পরিচালকের ইচ্ছা, এই দলের মাধ্যমে বেশ কিছু নতুন, নাটকে আগ্রহী ছেলে মেয়েদের সুযোগ দেওয়া। কেবল অভিনয় নয়, নাটকের অন্যান্য কাজ যেমন চিত্রনাট্য লেখা বা যে কোনও সৃজনশীল কাজেও যোগ দিতে পারেন যে কেউ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/abe63d6e3c1e750afe9a5a8e600c4ec24286d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিচালকের ইচ্ছা, এই দলের মাধ্যমে বেশ কিছু নতুন, নাটকে আগ্রহী ছেলে মেয়েদের সুযোগ দেওয়া। কেবল অভিনয় নয়, নাটকের অন্যান্য কাজ যেমন চিত্রনাট্য লেখা বা যে কোনও সৃজনশীল কাজেও যোগ দিতে পারেন যে কেউ
9/10
![একাধিক, বিভিন্ন বয়সের শিল্পী রয়েছে ‘নিউটাউন থিয়েটারওয়ালা’-তে। নব্য কলকাতার বুকে, এই নাটকের দল যে নাট্যপ্রেমীদের আকাশ দিচ্ছে, সেই কথা বলতেই হবে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/6c4145d8a5f443b85fff9c56faf53f5f74eea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একাধিক, বিভিন্ন বয়সের শিল্পী রয়েছে ‘নিউটাউন থিয়েটারওয়ালা’-তে। নব্য কলকাতার বুকে, এই নাটকের দল যে নাট্যপ্রেমীদের আকাশ দিচ্ছে, সেই কথা বলতেই হবে।
10/10
![পরিচালকের আশা, এই দল ছায়া দিতে তৈরি করবে এমন কিছু নাট্যকর্মীকে, যাঁরা নিজেদের প্রতিভার জোরে জায়গা করে নেবেন নাট্যদুনিয়ায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/19/39791ddd457a34bb9f10a8dbd7fd14ecfda78.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিচালকের আশা, এই দল ছায়া দিতে তৈরি করবে এমন কিছু নাট্যকর্মীকে, যাঁরা নিজেদের প্রতিভার জোরে জায়গা করে নেবেন নাট্যদুনিয়ায়।
Published at : 19 May 2024 09:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)